Ganesh Chaturthi 2021: জেনে নিন সিদ্ধিদাতার প্রিয় খাবার মোদক বানানোর সহজ রেসিপি

modak

গণেশ ঠাকুরের পুজো দিয়েই শুরু হয় সব দেবদেবীর পুজো, তাই গণেশ চতুর্থী আসা মানে আগমন পুজোর মরশুমের। আর পুজো মানেই মিষ্টিমুখ ছাড়া তা অসম্পূর্ণ। বিভিন্ন পুজোয় মিষ্টির রকমও বিভিন্ন— সরস্বতী পুজোয় দধীকর্মা, তো লক্ষ্মীপুজোয় নারকেল নাড়ু। সদ্য গেল জন্মাষ্টমী। সেখানে আবার তালের বড়া। পুরাণ বলছে, সিদ্ধিদাতা গণেশের প্রিয় খাবার মোদক। তাঁর নামই মোদকপ্রিয়। এ বারের […]