চিনের নজর এবার ‘পৃথিবীর ছাদ’-এর দিকে, পামিরমালভূমিও নিজেদের বলে দাবি চীনের

ভারত (India), ভূটানের (Bhutan) পর এবার ‘জমি হাঙর’ চিনের (China) নজর তাজিকিস্তানের পামির মালভূমির দিকে। সম্প্রতি এক চিনা ইতিহাসবিদ পামির (Pamir) চিনের এলাকা ছিল বলে দাবি করেন। ব্যস, তারপর থেকেই চিনের সংবাদমাধ্যমে পামিরকে নিজেদের অংশ বলে দাবি করে ছিনিয়ে নেওয়ার হুঙ্কার দেওয়া হচ্ছে। চিনের ইতিহাসবিদ ইয়ো ইয়াও লু সম্প্রতি একটি প্রতিবেদনে লিখেছেন, একটা সময় পুরো […]