BEST SMARTPHONE BELLOW RS 10,000, LOOK THE BEST MODELS AND IT'S FEATURES

১০ হাজারের নীচে স্মার্টফোন খুঁজছেন? রইল দুর্দান্ত ফিচারের এই মডেলগুলি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্মার্টফোন এখন নিত্য প্রয়োজনীয় জিনিস। ছবি তোলা থেকে যোগাযোগ রক্ষা, সবকিছু এই স্মার্টফোনেই সম্ভব। তাই সবাই চেষ্টা করে দেখেশুনে স্মার্টফোন কিনতে। অনেকে আবার সস্তার মধ্যে ভালো স্মার্টফোন কিনতে চান। মাত্র ১০ হাজার টাকা বা তারও কম বাজেট হলে আপনি কিনতে পারেন এই ফোনগুলি।

আরও পড়ুন : পরীক্ষামূলক উৎক্ষেপণে ব্যর্থ, নির্দিষ্ট সময়ের আগেই ভেঙে পড়ল ব্রহ্মস মিসাইল

Xiaomi Redmi 9– ৫০০০mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারির এই ফোনের দাম ৯ হাজার টাকা থেকে শুরু। ৬.৫৩ ইঞ্চির স্ক্রিনওয়ালা স্মার্টফোনটিতে রয়েছে ১৩ ও ৮ মেগাফিক্সেল ক্যামেরা।

Samsung Galaxy M11– এর দাম শুরু ৯ হাজার ৯৯৯ টাকা থেকে। ক্যামেরা ১৩ ও ৮ মেগাফিক্সেল।

Xiaomi Poco C3-মাত্র ৮ হাজার ১৯০ টাকা থেকে শুরু এর দাম। ৬.৫৩ ইঞ্চির এই ফোনের ক্যামেরা ১৩ ও ৫ মেগাফিক্সেল। ব্যাটারি ৫০০০mAh।

Realme Narzo 30A- এই ফোনের দাম ৯ হাজার টাকা। ৬.৫ ইঞ্চির এই ফোনেও পাওয়া যাবে  ১৩ ও ৮ মেগাফিক্সেল ক্যামেরা।

Xiaomi Redmi 9 Prime– ৯ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু এই ফোন। এতে পাবেন ১৩ ও ৮ মেগাফিক্সেল ক্যামেরা। ৬.৫৩ ইঞ্চির এই ফোনটির ব্যাটারি ৫০২০mAh। যা বেশ শক্তিশালী।
আরও পড়ুন : করোনা বিধি মেনেই কলকাতার দুর্গাপুজো, গাইডলাইন দিল ফোরাম ফর দুর্গোৎসব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest