OPPOSITION RAISED QUESTION ON NISITH PRAMANIK CITIZANSHIP ISSUE IN RAJYASHABHA

নিশীথ কি বাংলাদেশের নাগরিক, রাজ্যসভায় প্রশ্ন সুখেন্দুশেখরের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) কি ভারতের নাগরিক ? নাকি তিনি বাংলাদেশের নাগরিক ? এই ইস্যুতে সোমবার উত্তপ্ত হল রাজ্যসভা (Rajyashabha) ৷ যার জেরে এক ঘণ্টার জন্য সভা মুলতবিও হয়ে যায় ৷

প্রসঙ্গত, কোচবিহারের সাংসদ নিশীথের নাগরিকত্ব ইস্যুটি সামনে এসেছে গত শনিবার ৷ সেদিন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে টুইট করে অসমের এক সাংসদ নিপুন বোরার একটি চিঠি সামনে আনা হয় ৷ যে চিঠিতে নিশীথকে বাংলাদেশি বলে উল্লেখ করা হয় ৷ নিপুন বোরা চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ তিনি এই বিষয়ে মোদির হস্তক্ষেপ দাবি করেছিলেন ৷

সোমবার দুপুরে দু’টো নাগাদ রাজ্যসভার অধিবেশন ফের শুরু হতেই এই ইস্যুটি তোলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) ৷ তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী একজন বাংলাদেশী বলে অভিযোগ উঠেছে ৷ আর তারপরই হইচই পড়ে যায় সংসদের উচ্চকক্ষে ৷

লোকসভার সাংসদ হলেও নিশীথ সেই সময় রাজ্যসভাতেই উপস্থিত ছিলেন ৷ সেই সময় তাঁর হয়ে আসরে নেমে পড়েন ট্রেজারি বেঞ্চের অন্য সাংসদরা ৷ কিন্তু তাতে বিরোধীদের বিক্ষোভকে থামানো যায়নি ৷ বরং এই ইস্যুতে কংগ্রেসও সরব হয় ৷ রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের (Congress) মল্লিকার্জুন খাড়গে দাবি জানান যে নিশীথ বাংলাদেশের নাগরিক কি না, এই বিষয়টি জানার অধিকার সকলের রয়েছে ৷

এর পালটা রাজ্যসভায় শাসকপক্ষের নেতা পীযূষ গোয়েল (Piyus Goyal) জানান, নিশীথের বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন ৷ এই অভিযোগ করে নিশীথকে তো অপমান করাই হচ্ছে ৷ পাশাপাশি রাজবংশী সমাজকেও অপমান করা হচ্ছে ৷ কারণ, নিশীথ রাজবংশী সমাজের প্রতিনিধি ৷ আর এই প্রথম কোনও রাজবংশী কেন্দ্রের মন্ত্রী হলেন ৷

উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনের কিছুদিন আগে নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করেন ৷ তার পর তাঁকে কোচবিহার থেকে প্রার্থী করা হয় ৷ তিনি জিতেও যান ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী মন্ত্রিসভা ও মন্ত্রী পরিষদে রদবদল করেছেন ৷ সেখানে বাংলা থেকে চারজন মন্ত্রী হয়েছেন ৷ সেই তালিকায় রয়েছেন নিশীথও ৷ তাঁকে স্বরাষ্ট্র এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ৷ আর তার পর তাঁর নাগরিকত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest