Dhupguri: 20 People Effected By Dog In Dhupguri

Dhupguri: শিশুর মুখ খুবলে নিল পাগলা কুকুর! আতঙ্কে কাঁপছে ধূপগুড়ি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পাগলা কুকুরের আতঙ্কে কাঁপছে ধূপগুড়ি। ১২ জনকে কামড়ে ঘায়েল করেছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। শিশুটির মুখের মাংস খুবলে নিয়েছে। আপাতত ওই শিশুকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, গত দু’দিন থেকে একটি পাগলা কুকুর একাধিক মানুষকে কামড়েছে। তখনই বছর তিনের ইয়াসমিন পারভিনকে আক্রমণ করে সে। কার্যত শিশুর মুখ খুবলে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুকে রেফার করা হয়েছে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই ঘটনার খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি ব্লকের বিডিও জয়ন্ত রায় ঘটনাস্থলে যান। এবং আহত শিশুর পরিবারের সাথে কথা বলে চিকিৎসার সমস্ত ব্যবস্থার আশা দেন।

এলাকার উপপ্রধান আবু তাহের বলেন, “একটা পাগলা কুকুর হঠাৎ করে গ্রামে ঢুকে গিয়েছে। প্রায় দশ বারোজনকে কামড়েছে। পশুকেও কামড়েছে। একটা বাচ্চা মেয়েকেও কামড়ে দিয়েছে। এখন কুকুর নেই। কোথায় আছে বলতে পারব না।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest