Dilip Ghosh: BJP Candidate Dilip Ghosh campaigns with Trident

Dilip Ghosh: নববর্ষে ত্রিশূল হাতে দিলীপ! ফের নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

লাঠির পর এ বার ত্রিশূল হাতে ভোটপ্রচারে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীর দাবি, আত্মরক্ষা নয়, দেশরক্ষার জন্য ত্রিশূল হাতে নিয়েছেন। যা নিয়ে তৃণমূল জানাচ্ছে, তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে।

এর আগে ভোটের প্রচারে (Lok Sabha Election 2024) লাঠি হাতে তাঁকে বেরতে দেখা গিয়েছিল। রবিবার বর্ধমানের শিবমন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিশূল নিয়ে তিনি বলেন, ‘‘বিশ্বে অশুভ শক্তি আর পাপের প্রতাপ বেড়েছে। আর যখনই এসব হয়েছে, বাবা ত্রিশূল হাতে নিয়ে তাণ্ডব নৃত্য করেছেন। আমার কুলদেবতা শিব। তাঁরই প্রেরণায় আমরা স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তারই প্রতীক। এটা শুধু আত্মরক্ষা নয়, দেশরক্ষার জন্য হাতে নিয়েছি। সব রক্ষা হয়ে যাবে।’’

শিবমন্দিরে পুজো দিয়ে দিলীপ চলে যান বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তার পর স্থানীয় একটি বাজারে যান। মাছের দরদাম করেন। তার মধ্যে বিজেপির চা-চক্র চলাকালীন এক বিজেপি সমর্থকের দোকান তিন বছর ধরে তালাবন্ধ শুনে তৃণমূলকে একহাত নেন দিলীপ। তিনি বলেন, ‘‘২০২১ ভোটের পর থেকে ওর (বিজেপি সমর্থকের) দোকানে তালা মেরে দিয়েছে টিএমসি। এখনও খোলেনি। টিএমসির অফিসগুলোতে যখন তালা পড়বে, তখন এগুলো খুলবে।’’

এ নিয়ে রাজ্য তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের কটাক্ষ, ‘‘দিলীপ ঘোষ কখনও লাঠি, কখনও ত্রিশূল নিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব।’’