Tathagata roy slams srabanti chatterjee, actress gave reply

‘শ্রাবন্তী চালাক, অকাতরে দিয়েছে-পেয়েছে’,কটূক্তি তথাগতর, পাল্টা জবাব অভিনেত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন তথাগত রায় (Tathagata Roy)। শ্রাবন্তী-তনুশ্রীদের নজিরবিহীন কটাক্ষও করেছিলেন। জয়প্রকাশ দল ছাড়তেই ঘুরিয়ে শ্রাবন্তীকে বিঁধলেন তথাগত।

টুইটে তথাগত রায়ের মন্তব্য, “শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, মুকুল, জয়প্রকাশ। সকলেরই এক রুটিন। দিন তিনেক স্টেজে উঠে উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তারপর নিস্তরঙ্গ জীবন। এর মধ্যে শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে, যা পাবার পেয়েছে, তারপর পেশায় প্রত্যাবর্তন, বাই বাই রাজনীতি!”

আরও পড়ুন: Bengal Bjp: ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া, প্রশ্নের মুখে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ

বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদারদের মতো রাজ্য বিজেপির প্রথমসারির নেতারা যখন তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন, তখন একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হারের পর সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়দেরও ‘ঘরওয়াপসি’ হয়েছে। অন্যদিকে বিজেপিতে যোগ দেওয়া তারকারা তনুশ্রী চক্রবর্তী, বনি সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রাও ভোটে হেরে যাওয়ার পর একে-একে দলত্যাগ করেছেন। সেই প্রসঙ্গে দলবদলানো নেতাদের বিঁধতে গিয়ে শ্রাবন্তীকেও ওই টুইটে আক্রমণ করে বসেন তথাগত। তাঁর মন্তব্য অনুযায়ী, কিছু পেয়েছিলেন বলেই শ্রাবন্তী বিজেপিতে নাম লিখিয়েছিলেন। পরিবর্তে যা দেওয়ার ছিল, তা দিয়েছেন। এখন ফিরে গিয়েছেন কাজের জগতে।

এই অবশ্য প্রথম নয়, এর আগেও তথাগত টুইটে খোঁচা দিয়েছেন অভিনেত্রীকে। সেবার অবশ্য বিজেপিতে থাকাকালীন শ্রাবন্তী গঙ্গাবক্ষে এক অনুষ্ঠানে তৃণমূলের মদন মিত্রর সঙ্গে সেলফি তুলে বিপাকে পড়েছিলেন। তবে এবার গেরুয়া শিবির থেকে জোড়াফুলে যাওয়া নেতাদের বিঁধতে গিয়েই ফের শ্রাবন্তী প্রসঙ্গ উত্থাপন করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

এপ্রসঙ্গে শ্রাবন্তীর জবাব, “তথাগতদার সুস্থতা কামনা করি।” পাল্টা কোনওরকম কু-মন্তব্য না করে একলাইনেই উত্তর সেরেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: Rabindra Bharati: পিঠে-বুকে লেখা অশ্লীল শব্দের জের? রবীন্দ্রভারতীতে এবছরও হবে না বসন্ত উৎসব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest