Millionaire: Man discovers father's 60-year-old passbook in junk, turns crorepati overnight

Millionaire: বাবার ফেলে রাখা আবর্জনা থেকে মিলল পুরনো পাসবুক, ৬০ বছর বাদে ছেলে কোটিপতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাড়ির আবর্জনার মধ্যে লক্ষ টাকার ধন খুঁজে পেয়ে চিলির এক ব্যক্তির খুশি আর ধরে রাখতে পারেননি। তবে এই গুপ্তধন  হীরে বা মণি মাণিক্য ছিল না, ছিল একেবারে ক্যাশ বা নগদ৷

চিলির বাসিন্দা এক্সকুয়েল হিনোজোসা (Exequiel Hinojosa)  বাড়ি পরিষ্কার করার সময় আবর্জনা পরিষ্কার করেছিলেন, সেখানেই এটা সেটা  হাত দিয়ে খোঁজার সময়ে তাঁর বাবার ৬০ বছরের পুরনো ব্যাঙ্কের পাসবুক পড়ে আছে দেখতে পান। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা তাঁর বাবা ছাড়া আর কেউ জানত না। তাঁর বাবাও এক দশক আগে মারা গিয়েছিলেন৷

এক্সকুয়েলের বাবা একটি বাড়ি কেনার জন্য ১৯৬০-৭০ সালে একটি ব্যাঙ্কে প্রায় ১.৪০ লক্ষ পেসো (চিলির মুদ্রা) জমা করেছিলেন। যার বর্তমান মূল্য ছিল ডলারে ১৬৩ এবং ভারতীয় টাকায় ১৩,৪৮০। এই ষাট বছরে ওই টাকা ফুলে ফেঁপে কোটি টাকায় পরিণত হয়েছে৷

আরও পড়ুন: 60 Days at Sea: প্রশান্ত মহাসাগরে ভাঙা নৌকায় ২ মাস! কিভাবে প্রাণে বাঁচলেন এই নাবিক

ব্যাঙ্কের কথা জানতে পেরে এক্সকুয়েলের খুশিতে ডগমগ। কিন্তু এরপরেও আসল সমস্যা আসে৷ অনেক বছর আগেই সেই ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছিল।  অনেকের কাছে ওই ব্যাঙ্কের পাসবুক ছিল, এত টাকা পাওয়া অসম্ভব বলে মনে হচ্ছিল। এরপরর তাঁর নজর পড়ে পাসবুকে লেখা একটি শব্দের ওপর, যাতে লেখা ছিল স্টেট গ্যারান্টিড, অর্থাৎ ব্যাঙ্ক টাকা দিতে ব্যর্থ হলে সরকার সেই টাকা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ৷ প্রথমে বর্তমান সরকারের কাছে টাকা চাইলে তা অস্বীকার করে।

আইনি লড়াই করা ছাড়া চিলির ওই যুবকের কোনও উপায় ছিল না। তিনি সরকারের বিরুদ্ধে মামলা করেন এবং আদালতে তাঁর পক্ষে যুক্তি দেওয়া হয়  সঞ্চিত অর্থ তার বাবার কষ্টার্জিত টাকা এবং সরকার তা ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন। যুক্তি-তর্ক শুনানি শেষে আদালত সুদ ও মহার্ঘ্য ভাতাসহ ১ বিলিয়ন পেসো অর্থাৎ ১২ লক্ষ ডলার ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা  ভারতীয় মুদ্রায় ৯৯ লক্ষ টাকা৷

আরও পড়ুন: Imran Khan: বাড়ি থেকে গ্রেফতার, তোষাখানা মামলায় ইমরান খানের সাজা তিন বছর জেল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest