মধ্যপ্রদেশে মহানাটক: বিদ্রোহী বিধায়কদের ফেরাতে গিয়ে বেঙ্গালুরুতে গ্রেফতার দিগ্বিজয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: মধ্যপ্রদেশে আস্থাভোট নিয়ে নাটক অব্যাহত। আজই সুপ্রিম কোর্টে আস্থাভোট নিয়ে শুনানি হওয়ার কথা। অন্যদিকে আজ সকালে বেঙ্গালুরুর যে হোটেলে বিদ্রোহী বিধায়করা রয়েছেন, সেখানে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাঁকে আটকায় পুলিশ।

বুধবার সকালেই বেঙ্গালুরু পৌঁছন দিগ্বিজয় সিং। সেখানে তাঁকে স্বাগত জানান কর্নাটকের কংগ্রেসের নতুন সভাপতি ডিকে শিবকুমার। বিমানবন্দর থেকে রামাদা হোটেলের দিকে যান কংগ্রেস নেতারা। সেখানেই মধ্যপ্রদেশের বিদ্রোহী বিধায়করা রয়েছেন। কিন্তু হোটেলের ঢোকার আগেই তাঁদের আটকায় পুলিশ। ফলে হোটেলের বাইরেই ধর্ণায় বসেন দিগ্বিজয় সিং। সেখানেই তাঁকে হেফাজতে নেয় পুলিশ। গ্রেফতার করা হয় শিবকুমারকেও।

আরও পড়ুন: করোনা প্রতিরোধে এবার মোবাইল বিধিও জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(‘হু’)

Gmail 4

 

 

 

 

হোটেলের বাইরে বসেই দিগ্বিজয় বলেন, “আমরা আশা করছি উনাদের ফিরিয়ে আনতে পারব। আমরা খবর পাচ্ছি উনাদের আটকে রাখা হয়েছে। উনাদের পরিবারের কাছ থেকে খবর আসছে। আমি নিজে ৫জন বিধায়কের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, তাঁদের আটকে রাখা হয়েছে ও ফোন কেড়ে নেওয়া হয়েছে। প্রত্যেকটা ঘরের সামনে পুলিশ পাহাড়া দিচ্ছে। তাঁদের উপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে।”

বিদ্রোহী বিধায়কদের ফেরাতে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। কংগ্রেসের আবেদনে বলা হয়, আস্থাভোট করতে হলে ওই বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকতে হবে। ওই বিধায়কদের যাতে নিরাপদে মধ্যপ্রদেশে ফেরানো যায়, তা নিশ্চিত করতে রাজ্যপাল লালজি টন্ডনকে আলাদা করে চিঠি দেন বিধানসভার স্পিকার এনপি প্রজাপতি। যদিও তার আগেই বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করে ওই বিধায়করা জানিয়ে দেন, কেউ তাঁদের আটকে রাখেনি। নিজে থেকেই ইস্তফা দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: করোনা আতঙ্ক: এক বছরের জন্য পিছিয়ে গেল ইউরো কাপ

অন্য দিকে, নোভেল করোনাভাইরাস আতঙ্ককে সামনে রেখে ২৬ মার্চ পর্যন্ত মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার এনপি প্রজাপতি। তাতে আস্থাভোটও আপাতত মুলতুবি হয়ে গিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং বিজেপির ন’জন বিধায়ক। অবিলম্বে আস্থাভোট করানোর দাবি জানিয়েছেন তাঁরা। সেই আবেদনের শুনানিতে গতকালই কমলনাথ সরকারকে নোটিস ধরায় আদালত। আস্থাভোট নিয়ে অবস্থান স্পষ্ট করতে বলা হয় তাদের।

 

(আপনার আশপাশের পরিবর্তনের অংশ হতে চান? আমাদের খবর পাঠান ইমেল্ ও হোয়াটআপের মাধ্যমে)

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest