ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল ঠিক রাখে যেসব খাবার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: ডায়াবেটিস রোগীদের অন্যতম সাধারণ প্রশ্ন হচ্ছে-কিভাবে সুগার লেভেল ঠিক রাখব?  তাদের এ প্রশ্নের সহজ উত্তর হচ্ছে-ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার মাধ্যমে আপনি সহজেই সুগাল লেভেল ঠিক রাখতে পারেন। এ জন্য আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার কি কাজ করে এবং কি কি সে সম্পর্কে আগে জেনে নিতে হবে।

বেশ কয়েকটি ফাইবার সমৃদ্ধ খাবার-

১)  ফাইবার সমৃদ্ধ ফল

*আপেল (খোসাসহ)

*কলা

*কমলা

*পেঁয়ারা

*বেরি

২) ফাইবার সমৃদ্ধ শাক-সবজি

*লেটুস পাতা

*গাজর

*বাধাঁকপি

*ব্রোকলি

*মিষ্টি আলু

* ফুলকপি

*বেগুন

৩) শিম, বীজ ও মশাল জাতীয় ফাইবার সমৃদ্ধ খাবার

*লঙ্কা

*বিভিন্ন জাতের মটরশুটি

* সমস্ত শস্য

*বাদাম

আসুন জেনে নেওয়া যাক ফাইবার সমৃদ্ধ খাবারের গুণাগুণ-

* ফাইবার সমৃদ্ধ খাবার রক্তের সুগার ঠিক রাখে।

* শরীরের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

* শরীরের অঙ্গ-প্রতঙ্গের সঠিক সঞ্চালনে সাহায্য করে।

* শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

* রক্তচাপ স্বাভাবিক রাখে।

* রক্তের কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest