পাকিস্তানের পাঁচ তারা হোটেলে ভয়াবহ জঙ্গি হানা, চলছে গুলির লড়াই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইসলামাবাদ: জঙ্গি হামলার শিকার এবার পাকিস্তান। পাঁচ তারা হোটেলের মধ্যে ঢুকে গুলি বর্ষণ শুরু করেছে জঙ্গিরা। মুম্বইয়ের ২৬/১১ ধাঁচে পাকিস্তানের মাটিতেও এবার হামলা চালিয়েছে জঙ্গিরা।

শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের দক্ষিণে অবস্থিত বালোচিস্তানের গোয়াদার। বন্দর শহরের জনপ্রিয় পাঁচ তারা হোটেলের মধ্যে হামলা চালায় একদল আগ্নেয়াস্ত্রধারী জঙ্গি। স্থানীয় প্রশাসনিক কর্তারা জানিয়েছেন যে তিন থেকে চার জন জঙ্গি একই সঙ্গে হোটেলের মধ্যে প্রবেশ করে। হোটেলের ভিতরে যে জঙ্গি বাহিনী তাণ্ডব চালাচ্ছে তা হোটেলের বাইরে থেকে টের পাওয়া যাচ্ছে। প্রচুর গুলির আওয়াজ শোনা যাচ্ছে।
Pak Police
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পৌঁছে গিয়েছে সন্ত্রাস দমন শাখার সদস্যরা এবং সেনা জওয়ানেরা। এমনই জানান হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। একই সঙ্গে আরও জানানো হয়েছে যে আক্রান্ত ওই হোটেলের মধ্যে কোনও বিদেশি নাগরিক নেই। আইজিপি মোহসিন হোসেন বাট জানিয়েছেন যে হামলাকারীরা প্রথমে হোটেলের সামনে কয়েক রাউন্ড গুলি চালায়। তারপরে হোটেলে প্রবেশ করে। পরিস্থিতি প্রতিকূল হতেই স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেওয়া শুরু করে। হোটেলের ৯৫ শতাংশ খালি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কোনও বিদেশি অতিথি ওই হোটেলের ভিতরে নেই বলে দাবি করেছেন আইজিপি। তবে হোটেলের অনেক কর্মী হোটেলে রয়েছেন এবং প্রত্যক্ষভাবে জঙ্গিদের নিশানার শিকার হয়েছেন
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest