রণক্ষেত্র উত্তরবঙ্গ, ৩ এপ্রিল সম্মুখসমরে মোদী-মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: একই দিনে রাজ্যে নির্বাচনী প্রচার সভা শুরু করতে চলেছেন মোদী-মমতা৷ আগামী ৩রা এপ্রিল উত্তরবঙ্গের শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী৷ মুখ্যমন্ত্রী ওই দিনই বিকেলে পালটা সভা করবেন কোচবিহারের দিনহাটায়৷

আগে ঠিক ছিল, ৪ এপ্রিল তৃণমূল সুপ্রিমো সভা করবেন দিনহাটায়। সোমবার সেই সিদ্ধান্তের বদল হয়। ঠিক হয়, ৩ এপ্রিল মমতা সভা করবেন দিনহাটায়। পরের দিন অর্থাৎর ৪ এপ্রিল মুখ্যমন্ত্রীর সভা মাথাভাঙায়। সেখান থেকেই তিনি অসমে যাবেন নির্বাচনী প্রচারে। অসমের ধুবড়িতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অসমেও লড়াই করছে।একদিন এগিয়ে কেন হঠাৎ মোদীর সভার দিনই দিনহাটায় সভা করার কথা ভাবলো তৃণমূল৷ রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ, তৃণমূল রাজ্যের শাসক দল৷ নিজের রাজ্যেই মমতার নির্বাচনী সভার আগে প্রধানমন্ত্রী এসে সভা করছেন৷ যা ভোটারদের কাছে ভুল বার্তা বয়ে নিয়ে যেতে পারে৷ তাই তড়িঘড়ি সভার দিন এগিয়ে আনা হল৷

স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে নির্বাচনী সভায় তৃণমূলের কড়া সমালোচনা করবেন মোদী৷লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে মার্চের ১০ তারিখ। তার পর থেকে প্রচারের ঝাঁঝ বাড়ছে প্রতিদিনই। তবে আগামী বুধবার একই দিনে মোদী-মমতার সভার জেরে প্রচারের তীব্রতা যে তুঙ্গে উঠবে তা বলাই যায়।নিরাপত্তার দিক থেকেও ওই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল রাজ্য পুলিস-প্রশাসনের কাছে।

ওই দিনই কলকাতার ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী। তার পর আবারও আসবেন বাংলায়। প্রথম দফার ভোটের আগেই নরেন্দ্র মোদীর আরও বেশ কয়েকটি সভা করার কথা বাংলায়।অন্যদিকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গেই থাকবেন আরও কয়েকদিন। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা করবেন তিনি। পরদিন তাঁর সভা জলপাইগুড়ির নাগরাকাটায়। ৮ এপ্রিল মুখ্যমন্ত্রী সভা করবেন কোচবিহারের রাসমেলা ময়দানে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest