লিভারপুলের কাছে হারের জের, মেসিকে রেখেই চলে গেল বার্সেলোনার টিম বাস!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: লিয়োনেল মেসির জন্য অপেক্ষা করল না বার্সেলোনা টিম বাস। বার্সার মহাতারকাকে অ্যানফিল্ডে রেখেই টিম বাস চলে গেল বিমানবন্দরে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের প্রথম লড়াইয়ে ঘরের মাঠে ৩-০ গোলে জেতার পর অতি বড় বার্সালোনা সমর্থকও বোধ হয় ভাবতে পারেননি যে দ্বিতীয় লেগে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হবে। বার্সার মতো দলের বিরুদ্ধে লিভারপুলে ছিলেন না মহম্মদ সালাহ ও ফিরমিনো। তিন গোলে পিছিয়ে থেকে ফাইনালে পৌঁছতে হলে লিভারপুলকে অলৌকিক কাণ্ড ঘটাতে হত। ম্যাচ শুরুর আগে লিভারপুল কোচ ক্লপ বলেন, ‘‘বিশ্বের সেরা দু’ জনকে পাচ্ছি না। ৯০ মিনিটের মধ্যে ফাইনাল নিশ্চিত করতে হলে আমাদের চার গোল করতে হবে। হলে সেটা অবিশ্বাস্য ব্যাপার হবে।’’ ৯০ মিনিটের শেষে যা হল, তাতে অনেকেই বলছেন, অলৌকিক আজও ঘটে। ওরিগি ও  উইনালডামের জোড়া গোলে বার্সেলোনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। প্রথম সাক্ষাতে বার্সা ৩-০ হারিয়েছিল লিভারপুলকে। দ্বিতীয় সাক্ষাতে লিভারপুল ৪-০ বার্সাকে মাটি ধরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ম্যাচের পরই ডোপ টেস্টের জন্য ডাকা হয় লিওনেল মেসিকে। সেখানে যতটা সময় লাগার কথা ছিল, তার চেয়ে বেশ খানিকটা বেশি সময় লেগে যায়। আর তাই বার্সা অধিনায়ককে অ্যানফিল্ডে রেখেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় বার্সেলোনার টিম বাস। ডোপ টেস্টের কয়েক ঘণ্টা পর সতীর্থদের সঙ্গে বিমানবন্দরে যোগ দেন মেসি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest