মুখের ঘায়ে কষ্ট পাচ্ছেন, কিছু খেতে পারছেন না? রইল ৫টি অব্যর্থ প্রতিকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

খুব গরম খাবার বা তরল কিছু খেতে গিয়ে ফোসকা পড়ে বা পুড়ে গিয়ে, কামড় লেগে, দাঁত মাজার সময় খোঁচা লেগে মুখের ভিতর ক্ষতর সৃষ্টি হয়। এই সময় কিছু খেতে গেলেই ব্যথা বা জ্বালা করতে থাকে। এই কষ্ট থেকে রেহাই পেতে কাজে লাগিয়ে দেখুন এই ৫টি অব্যর্থ টোটকা…

  • অ্যালোভেরার রস বা অ্যালোভেরা জেল মুখের ঘা বা ক্ষত দ্রুত সারিয়ে দিতে অত্যন্ত কার্যকরী! অ্যালোভেরার রস বা অ্যালোভেরা জেল হল প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যার অ্যান্টিফিংগাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল উপাদান দ্রুত ক্ষত সারিয়ে দিতে সাহায্য করে।
  • কয়েকটি তুলসি পাতা জলে ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন। তুলসি পাতা-সমেত ওই জল দিনে অন্তত তিন-চারবার খেতে পারলে মুখের ভিতরের ওই ক্ষত দ্রুত সেরে যাবে।

আরও পড়ুন: ইমিউনিটি বাড়াতে শীতকালে অত্যন্ত জরুরি বাদাম, জেনে নিন ৯টি উপকারীতা

  • যষ্টিমধু মুখের ঘা বা ক্ষত দূর করতে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উপাদান। এক চামচ যষ্টিমধু, দুই কাপ জলে ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন। তারপর এই যষ্টিমধু ভেজানো জল দিয়ে দিনের মধ্যে অন্তত ৪-৫ বার কুলকুচি করুন। এই কষ্ট থেকে দ্রুত রেহাই পাবেন।
  • এক চামচ নারকেলের দুধের সঙ্গে সমান পরিমাণে মধু মিশিয়ে দিনে অন্তত তিন-চারবার মুখের ক্ষত স্থানে এই মিশ্রণের প্রলেপ লাগান। মধু ছাড়া শুধু নারকেলের দুধ দিয়েও ক্ষত স্থানে আলতো করে প্রলেপ দিতে পারেন। দেখবেন, মুখের ভিতরের ওই ক্ষত দ্রুত সেরে যাবে।
  • দ্রুত জ্বালা-যন্ত্রণা কমাতে টি-ব্যাগ অত্যন্ত কার্যকরী একটি উপাদান। একটি টি-ব্যাগ ঠাণ্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে সেটিকে ঘায়ের জায়গায় লাগান। দেখবেন জ্বালা-যন্ত্রণা আর মুখের ক্ষত— দুই দ্রুত সেরে যাবে।

মনে বাখবেন, উল্লেখিত উপায়গুলি ঘরোয়া টোটকামাত্র। এগুলি দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক চিকিৎসায় এই পদ্ধতিগুলি তেমন ভাবে গ্রহণযোগ্য নয়। তাই মুখের ঘা যদি দীর্ঘস্থায়ী হয়, সে ক্ষেত্রে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: Breathing Problem: হঠাৎ শ্বাসকষ্ট হলে কী করবেন জেনে রাখুন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest