100kmph storm leaves 2 dead, Nearly 300 "Tree Fall" Calls

Delhi Storm: প্রবল ঝড়ে তছনছ দিল্লি, প্রায় ৩০০ গাছ উপড়ে রাস্তায়, মৃত্যু দু’ জনের

সোমবার সন্ধেয় তুমুল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত নয়াদিল্লির একাধিক এলাকা। প্রায় তিনশো গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ১০০ কিলোমিটার বেগে আসা ঝড় প্রাণ কেড়েছে দুই দিল্লিবাসীরও।

সোমবার সন্ধ্যার পর পর হঠাৎ ঘূর্ণি হাওয়া শুরু হয়। নয়াদিল্লি এবং মধ্য দিল্লিতে রাস্তায় আছড়ে পড়ে একের পর গাছ। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলি দুমড়ে মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে।প্রশাসন সূত্রে খবর, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।  দমকা হাওয়ায় ভেঙে পড়ে দিল্লির ঐতিহাসিক জামা মসজিদের বেশ কিছুটা অংশ।  সূত্রের খবর,  মসজিদের মাঝের গম্বুজটির চূড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: দেহ ব্যবসাকে ‘পেশা’ হিসাবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট, পুলিশি হেনস্থা বন্ধে বড় নির্দেশ

জামা মসজিদের কাছে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সি কৈলাস নামে এক ব্যক্তির। দিল্লির অঙ্গুরি বাগে গাছ চাপা পড়ে মৃত্যু হয় বসির বাবা নামে আরও এক ব্যক্তির। দিল্লি প্রশাসন সূত্রে খবর, এই ঝড়ে মূল ক্ষতি হয়েছে নয়াদিল্লি এবং মধ্য দিল্লির। দু’ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝোড়ো হাওয়া। প্রায় ১৮০টি বড় বড় গাছ উপড়ে গিয়েছে। একাধিক বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই ছিল। কিন্তু দু’ঘণ্টার মধ্যে মিনিট পনেরো যে তীব্র ঝড় হয়, তাতেই বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া দফতর জানাচ্ছে, দিল্লিতে প্রাক বর্ষায় এমন ঝড় তিন-চার বছর পর পর দেখা যায়।

আবহাওয়া দফতর জানাচ্ছে, ২০১৮ সালের পর এই প্রথম এত তীব্র ঝড় দিল্লির উপর বয়ে গেল।সোমবার সন্ধের পর হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয়। পূর্বদিল্লি এবং মধ্য দিল্লিতে রাস্তায় আছড়ে পড়ে একের পর গাছ। প্রায় ৩০০ টি গাছ পড়ে যাওয়ায় প্রবল যানজট সৃষ্টি হয়। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলি দুমড়ে মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে যায়। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।  এমনকি বাতিল করা হয় উড়ান পরিষেবাও।

আরও পড়ুন: Beer and Wine Prices: বিয়ারপ্রেমীদের জন্য খারাপ খবর! শীঘ্রই বাড়তে পারে দাম