127-Year-Old Godrej Group Announced Split

Godrej Group : ভেঙে গেলো গোদরেজ গ্রুপ, দেখে নিন কার ভাগে কী পড়লো?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভেঙে যাচ্ছে ভারতের শত বছরেরও বেশি সময়ের পুরোনো ও অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী গোদরেজ(Godrej Group)। ১২৭ বছরের পুরনো এই ভারতীয় শিল্পগোষ্ঠীর ছাতার নীচে এত দিন একসঙ্গে কাজ করতো গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ ও গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের বহু সংস্থা। এরই মধ্যে একটি বিবৃতিতে গোদরেজ গোষ্ঠী জানিয়েছে, সব সংস্থাকে নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পত্তি ভাগাভাগির পর এ প্রসঙ্গে মালিকানার বদল সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে গোদরেজ গোষ্ঠী জানিয়েছে, সম্প্রীতি বজায় রাখতে ও গোদরেজ পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির স্বীকৃতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া মালিকানায় আরও সুশৃঙ্খল করতে সম্পত্তি ভাগাভাগি করা হচ্ছে।

মালিকানা ভাগ করে নেওয়া গ্রুপের কৌশলগত দিকনির্দেশ, লক্ষ্য ও তৎপরতা বাড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে শেয়ারহোল্ডার ও অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদে মুনাফা তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত করবে। ভাগ হয়ে যাওয়া দুটি অংশই গোদরেজ ব্র্যান্ড ব্যবহার করবে ও গোষ্ঠীর ঐতিহ্য, মর্যাদা বাড়াবে ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

তালা থেকে শুরু করে সাবান, ফ্রিজ, আলমারি, গৃহসজ্জার জিনিসপত্র, রান্নাঘর-স্নানঘরে কাজে লাগার জিনিস থেকে নির্মাণ ব্যবসাও রয়েছে গোদরেজের। টাটা গোষ্ঠীর মতো গোদরেজও ভারতীয় পরিবার নিয়ন্ত্রিত পারিবারিক ব্যবসাগুলির মধ্যে অন্যতম। সংস্থার শুরু হয়েছিল ১৮৯৭ সালে উকিল থেকে ব্যবসায়ী হওয়া আর্দেশির গোদরেজের হাত ধরে। পরে এই গোষ্ঠীর দায়িত্ব নেন আর্দেশিরের ভাই পিরোজশা এবং তাঁর সন্তান-সন্ততিরা। বংশানুক্রমে অধুনা গোদরেজের মালিকানা ছিল পিরোজশার প্রপৌত্র আদি এবং নাদির গোদরেজ (পিরোজশার পুত্র বুর্জর গোদরেজের সন্তান) ও জামশিদ এবং স্মিতা গোদরেজ ক্রিশনা (কনিষ্ঠ পুত্র নাভাল গোদরেজের সন্তান)-এর হাতে। গোদরেজ গোষ্ঠীর সংস্থাগুলিকে এই চার জনের মধ্যেই দু’ভাগে ভাগ করা হয়েছে।

আদির বয়স এখন ৮২। নাদিরের বয়স ৭৩। জামশিদ এবং স্মিতার বয়স যথাক্রমে ৭৫ এবং ৭৪। গোদরেজ গোষ্ঠীতে এখন এঁদের পরবর্তী প্রজন্ম আদির পুত্র পিরোজশা গোদরেজ (৪২) এবং স্মিতার কন্যা নিরিকা হোলকারও (৪২) দায়িত্ব সামলাতে শুরু করেছেন।নতুন সিদ্ধান্ত অনুযায়ী গোদরেজ ইন্ডাস্ট্রিজ় গ্রুপের অধীনে থাকা পাঁচটি লিস্টেড সংস্থা (অর্থাৎ যে সংস্থাগুলি শেয়ার বাজারে নথিভুক্ত) থাকছে আদি এবং নাদিরের হাতে। এই সংস্থাগুলি হল— গোদরেজ ইন্ডাস্ট্রিজ়, গোদরেজ় কনজ়িউমার প্রডাক্টস, গোদরেজ প্রপার্টিজ়, গোদরেজ অ্যাক্রোভেট এবং অ্যাজ়টেক লাইফসায়েন্সেস। এই সংস্থাগুলির চেয়ারপার্সন হিসাবে থাকবেন নাদির। এগ্‌জ়িকিউটিভ ভাইস চেয়ারপার্সন হবেন আদি-পুত্র পিরোজশা। ২০২৬ সালের অগস্টে তিনিই নাদিরের উত্তরসূরি হবেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest