IPAC members summoned by police for interrogation

I-Pac: জেরার জন্য আইপ্যাক সদস্যদের চিঠি দিয়ে তলব পুলিশের, ত্রিপুরায় পা ব্রাত্যদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আগরতলা পৌঁছেও আইপ্যাক কর্মীদের সঙ্গে দেখা করতে পারেনি তৃণমূলের প্রতিনিধি দল। তার মধ্যেই এ বার ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কর্মীদের বিরুদ্ধে অপরাধ ধারায় পদক্ষেপ করতে উদ্যোগী হল আগরতলা পুলিশ। ১ অগস্ট, রবিবার তাঁদের মধ্যে থেকে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে আগরতলা পুলিশ। পুলিশের সামনে হাজিরা না দিলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

আইপ্যাক কর্মীদের তলব করে আগরতলা পুলিশের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, নির্ধারিত দিনে প্রত্যেককে হাজিরা দিতে হবে। ব্যক্তিগত ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁদের। যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের। কোনও নথিপত্র থাকলে তা-ও জমা দিতে হবে। হাজিরা না দিলে জিজ্ঞাসাবাদের জন্য টেনে আনতে বাধ্য করা হবে সকলকে।

কী কারণে অপরাধ আইনে তদন্ত, তা যদিও চিঠিতে খোলসা করেনি আগরতলা পুলিশ। তবে আইপ্যাক কর্মীদের বিরুদ্ধে কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা।

আরও পড়ুন: অনেকটাই সস্তা হচ্ছে মুসুর ডাল, কৃষি সেস, আমদানি শুল্ক নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

২০২৩-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হয়ে সমীক্ষা করতে ত্রিপুরা গিয়েছিলেন আইপ্যাকের ২৩ জন কর্মী। রবিবার রাত থেকে আগরতলার একটি হোটেলে তাঁদের ‘বন্দি’ করে রাখা হয়েছে বলে অভিযোগ। যদিও এর আগে বিপ্লব দেব সরকার জানিয়েছিল, কোভিড সতর্কতার জন্যই এই পদক্ষেপ। করোনা পরীক্ষার রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বেরোতে পারবেন না তাঁরা। কিন্তু বুধবার সকালে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, আইপ্যাক কর্মীদের সকলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও তাঁদের আটকে রাখা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইপ্যাক কর্মীদের ছাড়িয়ে আনতে বুধবার সকালেই আগরতলা পৌঁছন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে নেমে ওই হোটেলে আইপ্যাক কর্মীদের সঙ্গে দেখা করতে যান তাঁরা। কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়নি তাঁদের। তৃণমূলের পক্ষ থেকে ট্যুইটার হ্যান্ডেলে এই কাণ্ডে ব্রাত্যদের ত্রিপুরা যাওয়ার কথা ঘোষণা করে বলা হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের চিৎকার জারি থাকবে।

সূত্রের খবর, আজ বুধবার আইপ্যাক সদস্যদের মুক্ত করার পাশাপাশি বৃহস্পতিবার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে বড় প্রতিবাদ কর্মসূচিও পালন করবে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: অহেতুক বিরক্ত করার জের! যুবককে পিষে ‘শাস্তি’ দিল বন্য হাতি, দেখুন ভয় ধরানো ভিডিও

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest