Manipur Assembly election results: BJP ahead in 29 seats; Congress trails with 5

Manipur Election Results 2022 : মণিপুরে বিজেপি ২২ কেন্দ্রে এগিয়ে, খাতা খুললকংগ্রেস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

উত্তরপূর্বের ছোট্ট রাজ্য মণিপুর জাতীয় রাজনীতির নিরিখে নগণ্য মনে হতে পারে। তবে গোটা উত্তরপূর্ব জুড়ে বিজেপির দাপট বজায় রাখার ক্ষেত্রে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। উত্তরপূর্বে কংগ্রেসকে হটিয়ে ধীরে ধীরে জমি শক্ত করেছে বিজেপি। পাশাপাশি আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে চলতে হিমন্ত বিশ্ব শর্মা নিজের ক্যারিশ্মা চালিয়েছেন। এই আবহে মণিপুরে এবার বিজেপি একা লড়াই করছে। তাই এই ভোট তাদের কাছে অগ্নিপরীক্ষা। উত্তরপূর্বে বিজেপি একা লড়ে কতটা সফল হতে পারে, তার প্রমাণ মিলবে আজ।

মণিপুরে বিজেপি এখনও পর্যন্ত ২৯টি কেন্দ্রে এগিয়ে রয়েছে। আর কংগ্রেস জোট ৯টিতে বিধানসভা আসনে এগিয়ে।

কংগ্রেস যে আসনগুলিতে এগিয়ে- থৌবাল, ওয়াবগাই, ল্যাংথাবল, খঙ্গাবোক, খুন্দ্রাকপাম।

জেডি(ইউ) প্রাথমিক ভাবে যে আসনগুলিতে এগিয়ে – থাংমেইবন্দ, সেকমাই।

আরও পড়ুন: ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের জন্য স্বস্তি, বড় ঘোষণা IMA-এর

আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, যাতে আগামী পাঁচ বছর শান্তি ও উন্নয়নের ধারা বজায় থাকে মণিপুরে। বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

হেইঁগং কেন্দ্র থেকে এগিয়ে বিজেপির প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এম বীরেন সিং।

২০১২ সালে কংগ্রেস পেয়েছিল ৪২টা সিট। ২০১৭ সালে তা কমে ২৮ হয়ে যায়। বিজেপি ২০১২ সালে কোনও সিট পায়নি। তবে ২০১৭ সালে সবাইকে চমকে দিয়ে তারা দিতে নেয় ২১টি আসন।

আরও পড়ুন: Punjab Election Results 2022: ঝাড়ুতে সাফ কংগ্রেস! পঞ্জাবে সরকার গড়ার পথে আপ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest