Uttarkashi Tunnel Collapse : Food Water And Oxygen Is Provided To Trapped 40 Construction Labours

Uttarkashi Tunnel Collapse : সুড়ঙ্গে আটকে ৪০ শ্রমিক, জলের পাইপ পাঠানো হচ্ছে অক্সিজেন,খাবার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২৪ ঘণ্টারও বেশি সময় পার। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ে এখনও আটকে ৪০ জন শ্রমিক। চলছে উদ্ধারকাজ। তবে ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়া শ্রমিকেরা নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে সে রাজ্যের প্রশাসন।আটকে পড়া সকল শ্রমিকের সঙ্গেই যোগাযোগ করা গিয়েছে। সুড়ঙ্গে পানীয় জলের পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ওই একই পাইপ দিয়ে রাতে খাবারও পাঠানো হয়েছে।

স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে তাঁদের উদ্ধারের মরিয়া চেষ্টা চালাচ্ছে NDRF ও SDRF-র টিম। সুড়ঙ্গের মধ্যে আটকে থাকা শ্রমিকদের কাছে জল ও খাবার পৌঁছে দিয়েছে প্রশাসন। দ্রুত তাঁদের বের করে আনা সম্ভব হবে বলে দাবি উদ্ধারকারীদের।সোমবার উত্তরকাশীর সার্কেল অফিসার প্রশান্ত কুমার বলেন, ‘পাইপে করে সুড়ঙ্গের মধ্যে অক্সিজেন পাঠানো হচ্ছে। ভিতরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। তাঁদের বের করে আনা খুব কঠিন হবে না। আমরা তাঁদের সাহস না হারাতে বলেছি।’

রবিবার দিওয়ালির দিনে ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কইয়ারা ও দন্দলগাঁওয়ের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ হঠাৎ করেই ভেঙে পড়ে। যার জেরে ভিতরে কাজ করা ৪০ জন শ্রমিক আটকে পড়েন। সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দলকে সেখানে পাঠানো হয়।
এদিন NDRF-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট করমবীর সিং ভান্ডারি বলেন, ‘আমাদের ধ্বংসস্তূপ সরাতে সময় লাগছে। সুড়ঙ্গের বাকি অংশ যাতে ভেঙে না পড়ে সেদিকে নজর রেখে এই কাজ করতে হচ্ছে। কারণে পুরো সুড়ঙ্গটা ভেঙে পড়লে ভিতরে আটকে থাকা সমস্ত শ্রমিককে বাঁচানোর সমস্ত আশা শেষ হয়ে যাবে।’

আজই ঘটনাস্থল পরিদর্শনে আসার কথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। খতিয়ে দেখবেন উদ্ধারকাজ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ধামীর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। ফেসবুক পোস্টে ধামী লিখেছেন, ‘‘আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। উদ্ধারকাজে সব রকম সাহায্য করা হচ্ছে। সকলে যাতে সুস্থ এবং নিরাপদে থাকেন, তার প্রার্থনা করছি।’’

Uttarkashi Tunnel Collapse : Food Water And Oxygen Is Provided To Trapped 40 Construction Labours

https://www.thenewsnest.com/india-uttarkashi-tunnel-collapse-food-water-and-oxygen-is-provided-to-trapped-40-construction-labours/

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest