CRPF Deployed for WB SSC Security to Ensure No Evidence Tampering in Recruitment Scam Case

SSC Scam: SSC ভবন ঘিরে রেখেছে CRPF, দুপুরে হাই কোর্টে শুনানি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বৃহস্পতিবার মাঝরাত থেকেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) দফতর আচার্য সদন ঘিরে রেখেছে সিআরপিএফ (CRPF)। দুপুর ১টা পর্যন্ত তাদের থাকার কথা। সাড়ে ১২টা থেকে শুরু হবে সিসিটিভি নজরদারি। রাত ২টো ৫০ মিনিটে সিআরপিএফ পৌঁছে যায় আচার্য সদনে। প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করার পর গেট না খোলায় গেট টপকে ভিতরে প্রবেশ করে কেন্দ্রীয় বাহিনী।

এসএসসি-তে নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে এসেছে। ইতিমধ্যেই যা নিয়ে ঘোরতর অস্বস্তিতে রাজ্য সরকার। বুধবার সন্ধেয় সিবিআইয়ের মুখোমুখি হতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রায় সঙ্গেসঙ্গেই এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। তাঁর জায়গায় দায়িত্ব নেন আইএএস পদাধিকারী শুভ্র চক্রবর্তী।

এসএসসি দুর্নীতির মামলাকারীরা বুধবার রাতেই নথির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে মামলা করেন আদালতে। নজিরবিহীন ভাবে রাতে সেই মামলার শুনানি শুরু হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। মাঝরাতে বিচারপতি নির্দেশ দেন রাত সাড়ে বারোটার মধ্যে এসএসসির দফতর আচার্য সদন ঘিরে ফেলবে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ। তারাই দুপুর ১টা পর্যন্ত এসএসসি অফিস ঘেরাও করে থাকবে। কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। একইসঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ আজ এসএসসি দফতরের সিসিটিভি ফুটেজ আদালতে জমার নির্দেশ দেওয়া হয়েছে।

পরে এসএসসি ভবনে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে চেয়ারম্যান, সবিচ, সহ-সচিবদের। এরই পাশাপাশি চেয়ারম্যানের উপদেষ্টা, স্টেনোগ্রাফারদেরও দফতরে ঢোকার অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে, রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে বেলা ৩টের মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার যে মামলা রুজু হয়েছিল তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest