Easy way to identify toxic personality

Toxic personality: ‘ক্ষতিকর’ মানুষ চিনবেন কীভাবে? রইল কয়েকটি উপায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

 

ক্ষতি বেশিরভাগ সময় আপনজনেরাই করে।মানে আপনি যাকে আপন মনে করেন। কিন্তু তিনি করেন না। অতচ আপনি তা ধরতেও পারেন না। মিষ্টি কথায় ভুলে যান। আর পিছন থেকে ছুরি মারে সেই। আপনি ধরতে পারেন না। কারণ আপনার চোখে তো ঘোর।

কাজের জায়গা হোক কিংবা কাজের বাইরের জায়গা বিষাক্ত মানুষ চেনার কয়েকটি সহজ উপায় আছে।

  • যদি কোনো মানুষকে বিশ্বাস করে আপনি নিজের  গোপন কথা প্রকাশ করেন আর পরে তা পাঁচ কান হয়ে যায়, তাহলে আপনি আপনার বিশ্বস্ত মানুষটিকে সন্দেহ করতে পারেন। যিনি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি, তিনি আপনাকে ফাঁসাতেও পারেন।
  • যিনি আপনার সামনে অযথা মিষ্টি মিষ্টি কথা বলে আপনার মনজয়ের চেষ্টা করছেন তাকে আপনি সন্দেহ করতে পারেন।
  • যিনি সকলের নামে আড়ালে কুকথা বলে, কিন্তু আপনার সামনে বলে না, জানবেন তিনি আপনার আপনজন নন। আপনার আড়ালে তিনি আপনার নামেও বাজে কথা বলেন।
  • যদি কেউ অযথা গায়ে পরে আপনার প্রশংসা ও অন্যের কুৎসা করে, তাহলে তার কথাতে সায় দেবেন না। কারণ আপনার আড়ালে এই কাজটি তিনি অন্য কারো সঙ্গে করে আনন্দ পান। তখন তিনি আপনাকে রোস্ট করেন।
  • কেউ যদি আপনার সঙ্গে কথা বলার সময় বারবার দিব্বি কাটে, কিংবা বলে আমি মিথ্যা বলিনা, তাহলে চাইলে তাকে সন্দেহ করতে পারেন। কারণ যিনি মিথ্যা বলেন না, তাকে তা ঢাকঢোল পিটিয়ে বলতে হয় না। যিনি মিথ্যা বলেন, এই প্রচার তারাই করেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest