Mothers Day 2020: তোমার তুলনা তুমিই শুধু মা…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: মা হল আমাদের মনের সিন্দুক, আবার খোলা মাঠের পাগলপারা ঠান্ডা হাওয়ার মতোই। মা এমন একটা আশ্রয় যা সব থেকে নিরাপদ, শান্তির। মায়ের কাছে কোনো কিছুই না বলা থাকে না। মুখে না বলা কী করে কে জানে মা সবই জানতে পারে। কিন্তু পশুদের ক্ষেত্রে না বলা কথা যেন হাজার কথা বলে। তাদের অপরিসীম মাতৃ স্ন্হে ও দেখার মতো। মা দিবসে আপনাদের জন্য রইল তারই কিছু ঝলক। আর রইল কিছু অমর উক্তি।

uyuyuu

“মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে  নিই বিনাসুদে অকৃত্রিম ভালোবাসা “- হুমায়ুন আহমেদ

আরও পড়ুন: Mothers Day 2020: মাকে উৎসর্গ করতে পারেন এই সব হিন্দি গান…

tftuy

কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়–একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য। “– সোফিয়া লরেন

uyyuyuytu

মা হলো স্নেহের ভান্ডার, যা কখনও নিঃশেষ হয় না। “-রেদোয়ান মাসুদ

yuyyiuiuyi

“সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।”– জন হ্যারিস

jhjhhjhjj

“আমার মা মনে করেন আমিই সেরা। আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। “-দিয়াগো মারাদোনা

jhjhhjj e1583377066652

“কিন্তু তোমার সকল গল্পের পিছনে রয়েছে তোমার মায়ের গল্প, কারণ সেখান থেকেই তুমি শুরু করেছো। “- মিচ অ্যালবোম

yuyuyuu

“সন্তানের প্রতি মায়ের ভালোবাসার মতো পৃথিবীতে আর কিছু নেই। এর কোন নিয়ম নেই, এখানে কোন দুঃখ নেই, এটা সবকিছুর ঊর্ধ্বে এবং এই বন্ধনের মাঝে যা কিছুই দাঁড়াক না কেন তা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।”- আগাথা ক্রিস্টি।

hghgh e1583376572332

মা আমাদের সর্বদা এটা বোঝায় যে আমাদের জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো, একসময় হাসির কোনো গল্পে পরিণত হয়ে যাবে”-নোরা এফ্রন

আরও পড়ুন: Mothers Day 2020: মাকে সঙ্গে নিয়ে শুনে নিন এই সব মন ভরানো বাংলা গান…

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest