করোনা বিপর্যয়ের পিছনে দেশের নেতৃত্বহীনতা, দাবি রঘুরাম রাজনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আত্মতুষ্টি এবং নেতৃত্বাহীনতার জেরেই দ্বিতীয় দফায় করোনা নিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এমনই দাবি করলেন আরবিআই-এর প্রাক্তন প্রধান রঘুরাম রাজন। এদিন ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রাক্তন আরবিআই প্রধান বলেন, ‘সবার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে আমরা সবথেকে বাজে সময় পার করে এসেছি। এবং ভাইরাস এর থেকে বাজে পরিস্থিতিতে আর আণাদের নিয়ে যেতে পারে না। তাই আমরা বের হয়ে গিয়েছিলাম। তবে সেই আত্মতুষ্টিটাই আমাদের আঘাত করেছে।’

আরও পড়ুন : মমতার শপথের দিনেই দেশ জুড়ে ধর্নায় বিজেপি

এদিন রাজন বলেন, ‘আমরা যদি একটু সাবধান হতাম, সতর্ক হতাম, তাহলে এই পরিস্থিতি হত না। আমাদের বুঝতে হত যে এখনও সব শেষ হয়ে যায়নি।’ উল্লেখ্য, এর আগে ভারতের বহু প্রশাসনিক কর্তা এবং রাজনৈতিক নেতা বলেছিলেন যে দেশ কোভিড চলে গিয়েছে।

এই প্রসঙ্গে রাজন আরও বলেন, ‘অনেকেই ভেবেছিলেন যে আমারা ভাইরাসকে প্রতিহত করতে পেরেছি। আমাদের হাতে সময় আছে। তাই টিকাকরণ প্রক্রিয়া ধীর গতিতে চালানো হচ্ছিল।’ রাজনের দাবি, এর জন্যেই এখন টিকাকরণ নিয়ে হাহাকার দেখা দিয়েছে দেশে।

উল্লেখ্য, গত ১৩ দিন ধরে দেশে জৈনিক সংক্রমণের হার ৩ লক্ষের উপর। এদিনও দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার মানুষ। করোনায় প্রাণ গিয়েছে আরও ৩ হাজার ৪৪৯ জনের। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৪৪।

আরও পড়ুন : ফল বেরোতেই মমতার দরাজ প্রশংসা, তবে কি তৃণমূলে ফিরছেন শোভন-বৈশাখী?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest