Supreme court: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে রাজ্যকে নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট। আগামী মঙ্গলবার এই নিয়ে পরবর্তী শুনানি হবে শীর্ষ আদালতে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে রাজ্যকে নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট। আগামী মঙ্গলবার এই নিয়ে পরবর্তী শুনানি হবে শীর্ষ আদালতে।

২ মে ভোটের ফল প্রকাশের পর রাজ্যের নানা প্রান্ত থেকে হিংসার অভিযোগ উঠতে থাকে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তেমনই অভিজিৎ সরকার নামে এক বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এরপর নিহত অভিজিতের ভাই বিশ্বজিৎ সরকার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন।

আরও পড়ুন : করোনা থেকে এবার মুক্তি! বাজারে এবার DRDO-র ওষুধ 2 DG

তিনি আদালতে আবেদন করেন শীর্ষ আদালত যেন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে ঘটনার তদন্ত করে। সেই সময়ে ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ারও আবেদন করা হয়। এর পর হারান অধিকারী নামে এক বিজেপি কর্মীর মৃত্যু নিয়েও একই দাবি ওঠে। হারানের পরিবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই আবেদনের ভিত্তিতেই নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সরন ও বিআর গভইয়ের ডিভিশন বেঞ্চে এই রিট পিটিশন দাখিল করেছিলেন বিশ্বজিৎ সরকার। সেই আবেদনের ভিত্তিতে আদালত জানতে চেয়েছে, বিশেষ তদন্তকারী দল গঠনের বিষয়ে কী ভাবছে রাজ্য সরকার।

এদিন শীর্ষ আদালতের বিচারপতিরা জানতে চান, রাজ্য এ নিয়ে কী ভাবছে? সিট গঠন নিয়ে কী মতামত সরকারের?এসব জানতে চেয়েই রাজ্য সরকারকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর। রাজ্যে ভোট পরবর্তী অশান্তি (Post Poll Violence)নিয়ে কলকাতা হাই কোর্টেও মামলা হয়েছিল। তাতে রাজ্যের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর তৎপরতায় সবক’টি ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে সরকার। এবার সুপ্রিম কোর্টেও কি একই যুক্তি পেশ করতে পারে রাজ্য সরকার?

আরও পড়ুন : ‘সর্বজয়া’ হয়ে মেগাতে ফিরছেন দেবশ্রী, আবার একটা ‘শ্রীময়ী’! কটাক্ষ নেটিজেনদের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest