করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনা আধিকারিকের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: করোনা আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হল ১ সেনা আধিকারিকের। বুধবার ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে ব্রিগেডিয়ার পদমর্যাদার ওই ব্যক্তির মৃত্যু হয়। আলিপুরের কমান্ড হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

সেনা সূত্রে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তাঁর অসুস্থতার সঙ্গে কোভিডের উপসর্গ দেখা দিলে তাঁকে প্রথমে ব্যারাকপুরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। ইস্টার্ন কমান্ডের অধীনে ওই হাসপাতালটিকেই সেনার পক্ষ থেকে কোভিড হাসপাতাল হিসাবে গণ্য করা হচ্ছে।

আরও পড়ুন : প্যাংগং-গালওয়ান সেনা সরাতে নারাজ ‘গোঁয়ার’ চিন, আলোচনায় সার !

প্রয়াত সেনা আধিকারিকের পরিবারের কয়েকজন সদস্যও করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন। সেনা আধিকারিকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই তাঁর সংস্পর্শে আসা বেশ কয়েকজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর আগে করোনা সংক্রমিত হয়েছিলেন কম্যান্ড হাসপাতালের এক চিকিৎসক। সেনাবাহিনীতে করোনা সংক্রমণ রুখতে সুরক্ষা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে ফোর্ট উইলিয়ামে। 

সেনা সূত্রে জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, কমান্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই সেনা কর্তা নিউমোনিয়াতেও আক্রান্ত হন। ফলে তাঁর ফুসফুসে সংক্রমণ বেড়ে যায়। সেখান থেকেই পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যায়।

এর আগে সীমান্ত রক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা রক্ষা বাহিনী(সিআইএসএফ)-র একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হয়েছেন কলকাতায়। তাঁদের প্রায় সবাই সুস্থ হয়ে উঠেছেন।

সিআইএসএফের এক হেড কনস্টেবলের অবশ্য মৃত্যু হয়েছিল কোভিডে আক্রান্ত হয়ে। তবে তাঁর শরীরে কোভিডের সঙ্গে অন্যান্য শারীরিক জটিলতা ছিল। সে কারণেই এই সংক্রমণে তিনি আরও কাবু হয়ে পড়েন।

আরও পড়ুন : চিনা অ্যাপ ব্লক করার সিদ্ধান্ত আসলে ডিজিটাল স্ট্রাইক’, দাবি মন্ত্রী রবিশংকর প্রসাদের

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest