WB Voter List: The final voter list of West Bengal has been published, the number of electors has increased in the state

WB Voter List: নতুন তালিকা থেকে বাদ লক্ষাধিক, আপনার নাম বাদ যায়নি তো? জানুন ঘরে বসেই

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ২০২৩ সালের নতুন ভোটার তালিকা (WB Voter List) প্রকাশ করেছে কমিশন। এই চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন ভোটার রয়েছেন। নাম বাদ গিয়েছে ৪,১৫,২২৯ জনের। পুরুষ ভোটারের সংখ্যা তিন কোটি বিরাশি লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো সাত। মহিলা ভোটার তিন কোটি উনসত্তর লক্ষ সত্তর হাজার একাত্তর জন।

এই তালিকায় আপনার নাম রয়েছে কি না সেটা জানবেন কীভাবে?

  • তালিকা দেখার জন্য ceowestbengal.nic.in -এ ওয়েবসাইটে যেতে হবে।
  • হোম পেজেই রয়েছে Electoral Roll (Voter List)- অপশন। এতে ক্লিক করতে হবে।
  • তারপরেই সামনে চলে আসবে জেলা ভিত্তিক ভোটের তালিকা।
  • নিজের জেলায় ক্লিক করলেই দেখা যাবে বিধানসভার নাম ও নম্বর সম্বলিত একটি তালিকা।

আরও পড়ুন: Vande Bharat: বিহার থেকে পাথর ছোঁড়া হয় বন্দে ভারতে! BJP-র ‘সাম্প্রদায়িক রাজনীতি’ ব্যর্থ, বলল TMC

  • ওই কেন্দ্রের অপশনে ক্লিক করলেই দেখা যাবে খসড়া এবং চূড়ান্ত তালিকা।
  • চূড়ান্ত তালিকা অপশনে ক্লিক করলেই pdf আকারে পাওয়া যাবে চূড়ান্ত তালিকা। সেখনেই দেখা যাবে আপনার নাম রয়েছে নাকি বাদ পড়েছে।

২০২৩ সালের ভোটার তালিকা থেকে বিভিন্ন কারণে নাম বাদ পড়েছে চার লক্ষ পনেরো হাজার দুশো উনত্রিশ জনের। ভোটার তালিকায় মৃত ভোটারের নামও থেকে যাচ্ছে বলে বিভিন্ন সময় অভিযোগ করে এসেছে  বিরোধীরা। এবার যে নাম বাদ গিয়েছে, তার অধিকাংশই মৃত ভোটার বলে খবর। এবার নতুন ভোটারের সংখ্যা তেরো লক্ষ তেত্রিশ হাজার দুশো একান্ন জন। বাংলায় মোট ভোটারের সংখ্যা বেড়েছে এক দশমিক দুই চার শতাংশ। যার মধ্যে আঠেরো বছর থেকে উনিশ বছর বয়সী ভোটারের সংখ্যা দুই দশমিক দুই শূন্য শতাংশ। আসন্ন পঞ্চায়েত ভোট হবে এই নতুন ভোটার তালিকার উপর ভিত্তি করেই। রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাছে এই তালিকা চেয়ে পাঠাবে। তারপর তা খতিয়ে দেখে চূড়ান্ত হবে পরবর্তী পদক্ষেপ।

আরও পড়ুন: Weather Update : আগামী দু-তিন দিন বৃষ্টি চলবে রাজ্যের দুই জেলায় বলল হাওয়া অফিস