#World Cup 2019: আম্পায়ারের ভুলে নো-বলে রান আউট ধোনি! সোশাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: ধোনি-জাদেজার দুরন্ত জুটিতে সেমি-ফাইনাল জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত। জাদেজা আউট হওয়ার পর ধোনির রান আউটে ভারতের বিশ্বকাপ অভিযান শেষ। মার্টিন গাপ্টিলের ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কিউইরা। কিন্তু ধোনির রান আউটটা কি বৈধ ছিল?

সেমিফাইনাল হারের পর সোশাল মিডিয়ায় এক অনুরাগীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ৪৯ তম ওভারে লকি ফার্গুসনের তৃতীয় ডেলিভারির সময় ৩০ গজ বৃত্তের বাইরে ছিলেন ছ’জন ফিল্ডার। কিন্তু তৃতীয় পাওয়ার-প্লে’তে নিয়মানুযায়ী কেবল পাঁচজন ফিল্ডার দাঁড়াতে পারেন বৃত্তের বাইরে। ইনসেটে ফিল্ডিং সংক্রান্ত একটি ভিডিও গ্রাফিক্স অন্তত জানান দিচ্ছে সেকথাই। স্বাভাবিকভাবেই ভিডিওটি ভাইরাল হতেই আম্প্যারিংয়ের মান নিয়ে সুর চড়িয়েছেন অনুরাগীরা।

Screenshot 2019 07 11 12 51 17 692 com.twitter.android

তাদের কথায় বলটি নো হলে পরের ডেলিভারিতে নিশ্চিত ফ্রি-হিট আদায় করে নিত ভারতীয় দল। ম্যাচ জয়ের জন্য অতিরিক্ত একটি বল খেলার সুযোগ পেত তারা। এমনকি ঘটনাটি সত্যিই যদি ঘটে থাকে তাহলে দু’টি রান সংগ্রহের জন্য কি এত উদ্যত হতেন ধোনি? প্রশ্ন আছে, তবে সমীচীন উত্তর কিন্তু নেই। আর থেকেও বিশেষ কিছু লাভ নেই। যা হওয়ার তা হয়েই গিয়েছে।ফ্যানরা বলছেন আম্পায়ার ভুলটা করেছেন। য়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতেও পারত! হাইভোল্টেজ ম্যাচে আম্পায়ারের এমন ভুলের শিকার কি এবার ধোনি হলেন? প্রশ্নটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest