In Scotland Prime Minister Modi played drums in front of non-resident Indians

স্কটল্যান্ডে নয়া রূপে প্রধানমন্ত্রী! অনাবাসী ভারতীয়দের সামনে ড্রাম বাজিয়ে হালকা মেজাজে নমো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম নয় ৷ রোমে জি-২০ গোষ্ঠীর সম্মেলন শুরুর আগে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় ‘দিলখুশ’ হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদির ৷ ভারতের প্রধানমন্ত্রীর দেখা পেয়ে তাঁরাও আপ্লুত হয়েছিলেন৷ দেশে ফেরার আগে আরও একবার প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাতে তাঁদের মন জয় করে নিলেন মোদী ৷ ভারতের প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে পরিবার সমতে হাজির হয়েছিলেন ভারতীয়রা৷ সঙ্গে নিয়ে এসেছিলেন ড্রাম৷ ছন্দ মিলিয়ে সেই ড্রাম বাজিয়ে ৷

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তাঁকে অভিবাদন জানাতে সেখানে নানা ধরনের বাদ্যযন্ত্র বাজানোর আয়োজন করেছিলেন অনাবাসী ভারতীয়রা সকলের সঙ্গে শুভেচ্ছো বিনিময়ের পরেই ড্রামস্টিক হাতে তুলে নেন নমো। হালকা মেজাজে হাসি মুখে ড্রাম বাজাতে বাজাতে নয়া অবতারে ধরা দেন বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনেতা। সেখানে উপস্থিত ভারতীয়দের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছোট ছোট ছেলেমেয়েদের ভাগ্যে জোটে প্রধানমন্ত্রীর স্নেহের পরশ।

প্রবাসীদের ভিড়ে অনেক কচিকাচাও ছিল৷ তাদের প্রতি স্নেহ ভরা ভালোবাসা দেখান মোদি৷ কমবয়সীদের সঙ্গে হাত মেলান তিনি৷ এর পরই পাঁচদিনের রোম ও গ্লাসগো সফর শেষ করে বুধবার সকালে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

উল্লেখ্য, গ্লাসগোতে সিওপি২৬ বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ দিনে বিশ্বের দরবারে পাঁচটি বিষয় পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ পাঁচকে ‘পঞ্চমৃত’ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জলবায়ু সম্মলনে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি, ২০৭০ সালের মধ্যে ভারতে কার্বন নির্গমণের পরিমাণ শূণ্যতে গিয়ে পৌঁছবে। গ্লাসগোর এই জলবায়ু সম্মলনে দৃঢ়তার সঙ্গে এই ধরনের দাবি অন্য কোনও দেশের রাষ্ট্রনেতা করতে পারেননি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest