নির্দোষ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইসরাইল। প্রাণ ভয়ে তারা হাসপাতালে আশ্রয় নিলে সেখানেও তাদের হত্যা করা হচ্ছে। তারপর বানানো হচ্ছে মিথ্যা গপ্পো। দায় চাপানো হচ্ছে হামাসের ঘাড়ে। বলা হচ্ছে হামাস কিংবা অন্য কোনো জিহাদি গোষ্ঠী এই কাজ করেছে। নিজেদের মানুষকে তারা নিজেরাই হত্যা করছে। এমন দাবি ইসরাইলের। তারা নিজেদের মিথ্যা যুক্তির সাপেক্ষে ফুটেজেও ক্রিয়েট করেছে। সেসব ফুটেজ দেখানো হয়েছে বাইডেনকে। তাতেই গেলে পাঁক তিনি।বলেছেন, এ কাজ ইসরাইল করেনি। তাতেই উৎসাহিত হয়েছে দখলদাররা। তারা আরও উৎসাহী হয়ে ফিলিস্তিনে আরও কত যত্ন করে গণহত্যা করা যায় তার ছক করছে। তারা জানে এই গনহত্যায় বাইডেন স্বয়ং তাদের পাশে আছে। তাহলে আর চাপ কি।
ভূমধ্যসাগর সৈকতের এ বার জেরুসালেম লাগোয়া ওয়েস্ট ব্যাঙ্কের ফিলিস্তিনি বসতিতে হামলা চালাল ইসরাইলি সেনা।আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইল সফরের মধ্যেই বৃহস্পতিবার ভোরে ওয়েস্ট ব্যাঙ্কে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। সংঘর্ষে তিন হামাস জঙ্গির মৃত্যু হয়েছে বলে তেল আভিভের দাবি।
আন্দোলনের অবিসংবাদিত নেতা প্রয়াত ইরাসের আরাফতের তৈরি সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ইসরাইল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে।লেবাননের টিভি চ্যানেল আল মায়াদিনের অভিযোগ, কাফল শুবা এবং রাশা আল-ফুখর নামে দু’টি গ্রামের অসামরিক এলাকা ইজরায়েলি বোমার শিকার হয়েছে।