নতুন রেকর্ড গড়বে মোদীর ব্রিগেড: মুকুল,সব্যসাচীর দল বদল নিয়ে জোর জল্পনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: বুধবার মোদীর ব্রিগেড মঞ্চেই গেরুয়া পতাকা হাতে নিতে চলেছেন বিধাননগরের মেয়র তথা রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিজেপি সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। এর পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে মুকুল রায়ের লুচি-আলুর দম খাওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। কিন্তু তারপর সব্যসাচী দত্ত জানিয়েছিলেন, তৃণমূলেই আছেন।কিন্তু দোলের দিন সব্যসাচী দত্ত বিতর্ক উস্কে বলে দেন, গর্ব করে বলি ‘ভারত মাতা কি জয়’। তার পরেই ইঙ্গিতবাহী মন্তব্য করে তিনি বলেন, “মেয়র থাকি না থাকি, সাধারণ মানুষ হিসেবেই থেকে যেতে চাই।” তাঁর এহেন মন্তব্যে ওঠে প্রশ্ন, তাহলে কি রাজারহাট-নিউটাউনের বিধায়ক গেরুয়া শিবিরে যাচ্ছেন? অতিসম্প্রতি জলপাইগুড়িকে মুকুল রায় দাবি করেন, সব্যসাচী তৃণমূলেই আছেন। উন্নয়নের সঙ্গে রয়েছেন। রবিবার আবার নিজের ওয়ার্ডেই তৃণমূলের অনুষ্ঠানে ডাক পাননি সব্যসাচী দত্ত। জ্যোতিপ্রিয় মল্লিক তো সরাসরি বলেছিলেন, দলে থেকে না আসাটা অনুচিত হয়েছে। অনেকের মতে, তৃণমূলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন সব্যসাচী দত্ত। তাই দলবদলের কথা ভাবছেন।বিজেপি সূত্রের খবর, বারাসত আসনে তাঁকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল গেরুয়া শিবির। এখন অবশ্য ওই আসনে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ৩ এপ্রিল ব্রিগেডে মোদীর সভামঞ্চে থাকতে পারেন সব্যসাচী দত্ত। আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন বিজেপিতে। সব্যসাচী দত্ত অবশ্য দাবি করেছেন, এমন খবর ভিত্তিহীন। তৃণমূলেই থাকছেন তিনি।

অন্যদিকে, ৩ এপ্রিল মোদীর ব্রিগেড নতুন রেকর্ড গড়বে। সমাবেশ স্থলের প্রস্তুতি দেখতে এমনই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর কথায়, “ইদানীং কালের বৃহত্তম জনসভা হবে বুধবারের নরেন্দ্র মোদীর সভা।” ওই দিন ব্রিগেডের পাশাপাশি শিলিগুড়িতেও সভা করবেন মোদী। আত্মবিশ্বাসের সঙ্গে মুকুল বলেন, “একই দিনে উত্তরবঙ্গে ও দক্ষিণ বঙ্গে সভা করার মতো হিম্মত বাংলার কোনও রাজনৈতিক দলের নেই।”

প্রধানমন্ত্রীর সভা মানে তার নিরাপত্তার বন্দোবস্তও সেই রকম। ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। রোদ থেকে কর্মীদের বাঁচাতে মাঠের বেশ কিছুটা অংশে অস্থায়ী শেডের ব্যবস্থা করা হয়েছে বিজেপি-র তরফে। মঙ্গলবার থেকেই ওই মঞ্চের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবে এসপিজি। কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা থাকবেন সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তার দায়িত্বে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest