"The Prime Minister does not like Bengalis," said Babul

‘প্রধানমন্ত্রী বাঙালিদের পছন্দ করেন না’, মোদীকে তোপ একদা ‘প্রিয়’ বাবুল সুপ্রিয়র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজনৈতিক মহলকে তাক লাগিয়ে বিজেপি ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নয়ণের মণি’ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এবার সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই তোপ দাগলেন আসানসোলের (Asansol MP) সাংসদ। বললেন, “আমার মনে হয়, প্রধানমন্ত্রী বাঙালিদের পছন্দ করেন না। তাই গত ৭ বছরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি।” সদ্য তৃণমূলে যোগ দেওয়া সাংসদের বিরুদ্ধে পালটা তোপ দেগেছে বিজেপিও।

মঙ্গলবারই দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন সাংসদ বাবুল সুপ্রিয়। লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে সময় দিতে না পারায় সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়েই রাজ্যে ফিরেছেন বাবুল। এর পরই বুধবার সরাসরি প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। রীতিমতো মোদিকে বাহালি বিদ্বেষী বলে কটাক্ষ শানালেন তিনি। বাবুল বরাবরই প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ভোট প্রচারে এসে আসানসোলের সাংসদের হয়ে সওয়াল করে বলেছিলেন, “মুঝে বাবুল চাহিয়ে।”

বাবুলের কথায়, “আমার মনে হয়, প্রধানমন্ত্রী বাঙালিদের পছন্দ করেন না। তাই গত ৭ বছরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি। ভোটে জিতে আসা বাঙালিদের প্রতি অসামঞ্জস্যপূর্ণ আচরণ করা হচ্ছে।” এদিন আসানসোলের সাংসদের কথায় উঠে এসেছে আরেক বিজেপি সাংসদের কথাও।  বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুহওয়ালিয়াও দলে সম্মান পাচ্ছেন না বলে দাবি করেছেন বাবুল। এদিন তিনি বলেন, “আমার নিজের কথা বলছি না। আলুহওয়ালিয়াজিও অনেক প্রবীণ মানুষ। কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন। ওঁকেও তো কোনও স্বাধীন মন্ত্রক দেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “মানুষের জন্য কাজ করতে পারাই আসল। দিদির নেতৃত্বে তা করতে পারলে ভালই হবে।”

আরও পড়ুন : GDP বৃদ্ধির হারে রেকর্ড বাংলার, করোনার বছরেও বেনজির অর্থনৈতিক সাফল্য

তাঁর এহেন মন্তব্যে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়,”মন্ত্রিত্ব না পেয়ে তো দল ছেড়েছেন। তখন মত-পথ সব এক ছিল। সবটাই ভাল লাগছিল। এখন তো অন্য কথা বলবেন-ই। উনি আসলে কিছুই জানেন না। দলটাই তৈরি করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই দলে বাঙালি বিদ্বেষ নিয়ে প্রশ্ন তোলা অনুচিত।”

আরও পড়ুন : রাতভর বৃষ্টিতে বাড়ির একাংশ ভেঙে পড়ল আহিরিটোলায়, প্রাণ গেল ৩ বছরের শিশু সহ ১ জনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest