রিপোর্ট নেগেটিভ, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন ঐশ্বর্য-আরাধ্যা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১৭ জুলাই থেকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যা। তাদের করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় এবার বাড়ি ফিরে গেলেন বচ্চন পরিবারের এই দুই সদস্য। সোমবার এই কথা জানান অভিষেক বচ্চন। করোনা আক্রান্ত অভিষেক ও তাঁর বাবা অমিতাভ বচ্চন যদিও এখনও হাসপাতালেই থাকবেন বলে জানিয়েছেন জুনিয়র বচ্চন।

সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা গিয়েছে যে, ঐশ্বর্য ও আরাধ্যাকে নিয়ে একটি গাড়ি মুম্বইয়ে বচ্চনদের বাংলো জলসা-য় প্রবেশ করছে।

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় লাগাতার কদর্য মন্তব্যে! রাজনৈতিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লাইভে আত্মহত্যার চেষ্টা জনপ্রিয় অভিনেত্রীর

১২ জুলাই ঐশ্বর্য এবং আরাধ্যার করোনা রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসা চলছিল বাড়ি থেকেই । হোম আইসোলেশনে ছিলেন তাঁরা। শারীরিক অবস্থার অবনতি হলে ১৭ জুলাই তাঁদের দুজনকেই নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিদিন নিজেই টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুরাগীদের আশ্বস্ত করছেন শাহেনশা (Amitabh Bachchan)। এবার পুত্রবধূ আর নাতনিও একই হাসপাতালে এলেন চিকিৎসার জন্য। তবে শ্বেতা বচ্চন ও তাঁর দুই ছেলেমেয়ে নভ্যা নভেলি ও অগস্ত্য নন্দার COVID টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে ইতিমধ্যেই বচ্চনদের প্রতীক্ষ, জলসা ও জনক তিনটি বাড়ির এলাকাই কনটেইনমেন্ট জোন বলে ঘোষণা করেছেন বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)। যদিও এখন সেই নোটিশ সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: #HappyBirthdayKritiSanon: দেখে নিন নায়িকার ৫ হট ও হিট গানের ভিডিও

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest