Miss Venezuela, 26, Dies Of Injuries Weeks After Car Crash

Miss Venezuela: নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিয়ো বানানোর দু’মাসের মধ্যেই মৃত্যু মডেলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শেষ লড়াইটা জিততে পারলেন না ভেনেজুয়েলার বিউটি কুইন মিস আরিয়ানা ভিয়েরা। গত জুলাই মাসে গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। তবে শেষ লড়াইটায় হেরে গেলেন আরিয়ানা। মাত্র ২৬ বছর বয়সেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন ভেনেজুয়েলার বিউটি কুইন।

গত ১৩ জুলাই অরল্যান্ডোতে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় আরিয়ানার গাড়ির। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। প্রায় ১০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। শেষমেশ জীবনযুদ্ধে হেরে গেলেন ওই সুন্দরী। ভেনেজুয়েলার এক টিভি চ্যানেলে আরিয়ানার মা ভিভিয়ান ওচোয়া জানিয়েছেন, তাঁর মেয়ে খুব ক্লান্ত ছিলেন। গাড়ি চালাতে চালাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তার জেরেই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। আরিয়ানার মা জানিয়েছেন, চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন: Tamannaah Bhatia: বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার আংটি তামান্নার হাতে, কে দিলেন? জানুন আসল সত্যি

বহুদিন ধরেই মডেলিং দুনিয়ার সঙ্গে জড়িত ছিলেন আরিয়ানা ভিয়েরা। সম্প্রতি মিস ভেনেজুয়েলার খেতাব পেয়েছিলেন। আগামী অক্টোবরে মিস লাতিন আমেরিকা কনটেস্টেও যোগ দেওয়ার কথা ছিল তাঁর।মিস আরিয়ানা ভিয়েরার মৃত্যু আলোচনায় উঠে আসার অন্যতম কারণ, দুমাস আগেই নিজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে একটি ভিডিয়ো বানিয়েছিলেন আরিয়ানা।

 

View this post on Instagram

 

A post shared by Ariana Valentina (@arianaviera__)

ভিডিয়ো পোস্ট করে ইনস্টাগ্রামে আরিয়ানা বলেন, ‘আমার ভবিষ্যৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিজেকে, নিজের দৈনন্দিন জীবনকে রেকর্ড করছি,  কারণ এই ভিডিয়োগুলি সবসময় আমিই তুলি, কেউ রেকর্ড করে না। ভিডিয়োতে নিজের নিত্যদিনের কাজকর্ম তুলে ধরেছিলেন আরিয়ানা। গত মে মাসে পোস্ট করেছিলেন সেই ভিডিয়ো। তখন কেই বা জানত তাঁর সঙ্গে এধরনের একটা ঘটনা ঘটতে চলেছে।

আরও পড়ুন: Nitin Desai: নিজের স্টুডিওতেই আত্মহত্যা দেবদাস, লগান-এর আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest