National Film Awards 2021: Kangana Ranaut receives her 4th award; Manoj Bajpayee, Dhanush are Best Actors

National Film Awards 2021: এক নজরে দেখে নিন জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দিল্লির বিজ্ঞানভবনে আজ অনুষ্ঠিত হল ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পান মনোজ বাজেপেয়ী, ধনুশ। সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান কঙ্গনা রানাওয়াত।

এক ঝলকে দেখে নিন জাতীয় পুরস্কার জয়ের তালিকা-

১. সেরা বাংলা ছবি- গুমনামী

২. সেরা হিন্দি ছবি – ছিছোরে (সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি)

৩. সেরা অভিনেতা- মনোজ বাজপেয়ী (ভোঁসলে ছবির জন্য-হিন্দি) ও ধনুশ (অসুরণ ছবির জন্য- তামিল)

৪. সেরা অভিনেত্রী- কঙ্গনা রানাওয়াত (মণিকর্ণিকা ও পাঙ্গা ছবির জন্য)

৫. সেরা সহ অভিনেতা- বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স- তামিল)

৬. সেরা সহ অভিনেত্রী- পল্লবী জোশি(দ্য তশখন্ত ফাইল- হিন্দি)

৭. সেরা সংগীত পরিচালনা- প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

৮. সেরা পরিচালক- সঞ্জয় পুরাণ সিংহ চৌহান (বাহাত্তর হুরায়ে)

৯. পরিচালক হিসেবে সেরা ডেবিউ ছবি- হেলেন-র জন্য মাথুকুট্টি জেভিয়ার (মলয়লম)

১০. সেরা পরিচালনা- সুধাংশু সারিয়া (নক নক নক)

১১. সেরা মৌলিক চিত্রনাট্য- কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

১২. কাহিনি অবলম্বনে রচিত সেরা চিত্রনাট্য- সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী) এই নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ব্যক্তিগত ভাবে পঞ্চম জাতীয় পুরস্কার পেলেন , অন্যদিকে তাঁর টিমের দিক থেকে এটি দশ নম্বর পুরস্কার।

১৩. সেরা শিশু শিল্পী- নাগা বিশাল (কেডি’র জন্য- তামিল)

১৪. সেরা প্রচারমূলক ছবি- বৌদ্ধায়ণ মুখোপাধ্যায় (দ্য শাওয়ার)

১৫. সেরা সংগীত পরিচালনা- বিশাখজ্যোতি (ক্রান্তি দর্শী গুরুজি- অ্যাহেড অফ টাইমস)

১৬. সেরা সিনেম্যাটোগ্রাফি- জাল্লিকাট্টু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest