Rajkummar Rao Asks Patralekhaa to Fill His 'Maang' with Sindoor During Wedding Ritual, Video Goes Viral

‘বহু যুগের সম্পর্ক তোমার সঙ্গে’, বিয়ের সময় রাজকুমারকে সিঁদুর পরালেন পত্রলেখা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১১ বছরের প্রেম, তারপর একসঙ্গে আজীবন পথ চলার শপথ.. চণ্ডীগড়ে রাজকীয় ভাবে বিয়ে সারলেন রাজকুমার-পত্রলেখা। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। সিসওয়ান ফরেস্ট রেঞ্জেই এই লাক্সারি রিসর্ট। বিয়ের পর অন্দরের ছবি একে একে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এবার বিয়ের ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তারকা দম্পতি।

যার ক্যাপশন ‘আমরা’। সেই ভিডিওটিও পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে, রাজকুমার ও পত্রলেখা দু’জনেই কতটা আবেগপ্রবণ ছিলেন বিয়ের আসরে। ভিডিওর শুরুতে পত্রলেখাকে রাজকুমারের উদ্দেশে বলতে শোনা যায়, তিনি রাজকে ১১ বছর ধরে চিনলেও তাঁর মনে হয় যেন তাঁদের পরিচয় গোটা জীবন ধরেই। একটা নয় অনেকগুলো জীবন ধরেই যেন তাঁরা চেনেন একে অপরকে। আরেকটি মুহূর্তে রাজকুমারকে বলতে শোনা যায়, ”তুমি আমার সোলমেট। আমার স্ত্রী হওয়ার জন্য ধন্যবাদ।”

 

View this post on Instagram

 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

এর মধ্যে সবথেকে আবেগঘন মুহূর্তটি দেখা গিয়েছে ভিডিওর একেবারে শেষে। সিঁদুরদানের মুহূর্তে। পত্রলেখাকে সিঁদুর পরানোর পরে রাজকুমার ইশারা করেন তাঁকেও যেন সিঁদুর পরিয়ে দেন নববধূ। নতুন বরের আবদার রেখে পত্রলেখাও রাজকুমারের সিঁথিতে ছুঁইয়ে দেন সিঁদুর।

ভিডিওটিতে রয়েছে দু’জনের খুনসুটির মুহূর্তও। নববধূকে প্রথমবার বিয়ের স্থানে আসতে দেখে সিটি দিতে দেখা যায় রাজকুমারকে। আবার মালাবদলের সময় মজা করে পত্রলেখাকে পেরিয়ে চলে যেতে গিয়ে হাসতে হাসতে ফিরে এসে মালা পরিয়ে দিতেও দেখা যায় তাঁকে। সব মিলিয়ে মিনিট দেড়েকের ভিডিও জুড়ে যুগলের মিষ্টি রসায়নই ফুটে উঠতে দেখা গিয়েছে। এর মধ্যেই অবশ্য বলিউডের হাওয়ায় উড়ছে আরও একটা খবর। দু’জনেই নাকি দ্বিতীয় বার বিয়ে করেছেন। একে অন্যকেই। এ বার খ্রিস্টান মতে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest