Sumitra Sen: Rabindra Sangeet Singer Sumitra Sen is Critical

Sumitra Sen: সঙ্কটজনক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, ভর্তি হাসপাতালে

বছরের প্রথমদিনই খারাপ খবর সঙ্গীত জগত থেকে। পরিস্থিতি বিগড়ালো অসুস্থ গায়িকা সুমিত্রা সেনের (Sumitra Sen)। ব্রঙ্কো-নিউমোনিয়ায় আক্রান্ত শিল্পী। গত ২১শে ডিসেম্বর থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তাঁর বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। শ্রাবণী সেন জানিয়েছেন, ফুসফুসে নিউমোনিয়ার প্যাচ রয়েছে সুমিত্রা দেবীর। পাশাপাশি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন তিনি। আগামী মার্চে ৯০-পূর্ণ করবেন সুমিত্রা সেন।  গত ২১ ডিসেম্বর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Awlokkhis in Goa: যত গোলমাল গোয়াতে! ৪ কন্যার অ্যাডভেঞ্চারের গল্প আসছে ক্লিকে

শ্রাবণী সেন আরও জানিয়েছেন, গতমাসে ঠাণ্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান শিল্পী। জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে এগানোয় হাসপাতালে ভর্তি করা হয় সুমিত্রা সেনকে।

আপতত রাইলস টিউব দিয়ে খাওয়াতে হচ্ছে শিল্পীকে, শরীরে সংক্রমণ রয়েছে শিল্পীর। দ্রুত সেরে উঠুন বর্ষীয়ান গায়িকা, প্রার্থনা তাঁর অগুণতি ভক্তদের।

আরও পড়ুন: Prajapati: নববর্ষে রেকর্ড গড়ল ‘প্রজাপতি’, অভিজিতের সঙ্গেই আগামী ছবির ঘোষণা দেবের