How to get rid of lizards home remedy

টিকটিকির জ্বালায় প্রাণ ওষ্ঠাগত? জানুন মুক্তির উপায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাড়িতে টিকটিকির সমস্যায় ভোগেন প্রায় সকলেই। দেখতে নিরীহ এই প্রাণীটি খুব বিষাক্ত। ঘরের আনাচে কানাচে, প্রায় সর্বত্র এদের অবাধ বিচরণ! কিছু দামি রাসায়নিকের প্রভাবে বাড়ি টিকটিকি মুক্ত হয়তো রাখা সম্ভব খানিক সময়ের জন্য। কিন্তু তা ফের ফিরে আসে। এই টোটকাগুলো ব্য়বহার করে দেখুন তো, কোনও উপকার পান কি না!

১. টিকটিকির উৎপাত যেখানে বেশি, সেখানে রাখুন ডিমের খোলা। জানলার পেলমেটের ওপর, কাবার্ডের ওপর রাখতে পারেন এগুলো। ডিমের খোলায় থাকা অ্যামোনিয়ার গন্ধে অল্প সময়েই টিকটিকি মুক্ত হবে ঘর।

২. রসুনের কয়েকটি কোয়া জানালা বা ভেন্টিলেটরের ভেতরে রাখুন। দেখবেন টিকটিকি আপনার বাড়ি থেকে দূরে থাকছে। চাইলে রসুন মেশানো জলও ঘরে ছিটাতে পারেন।জলের সঙ্গে খানিকটা রসুনের রস মিশিয়ে নিলেই হবে।

আরও পড়ুন: বর্ষায় শাক-সবজি পচে যাওয়া ঠেকাবেন যেভাবে…

৩. গোলমরিচ বা শুকনো লঙ্কার গুঁড়ো ৩-৪ কাপ জলে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর গোলমরিচ বা শুকনো লঙ্কার গুঁড়ো মেশানো জল ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। টিকটিকি ওই এলাকা ছেড়ে পালাবে! সপ্তাহে একদিন করে করতে পারলে অনেকটাই মুক্তি পাবেন সমস্যা থেকে।

৪. ঘরে ন্যাপথলিনের বলও রাখতে পারেন। এর গন্ধে শুধু টিকটিকি নয়, পালাবে অন্যান্য পোকামাকড়ও।

৫. পেঁয়াজের গন্ধও টিকটিকি মোটেই সহ্য করতে পারে না। তাই ঘরের কোনায় কাটা পেঁয়াজ রেখে দিতে পারেন।

আরও পড়ুন: ডিমের খোসার অনেক উপকারিতা আছে! এবার থেকে ভুলেও ফেলবেন না ডাস্টবিনে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest