Opposition Meet: Next Oppn meet in Bengaluru on July 17-18, says Congress

Opposition Meet: পরবর্তী বিরোধী বৈঠকের দিন ঘোষণা কংগ্রেসের, আমন্ত্রণ সব বিরোধী দলকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লোকসভা ভোট ২০২৪ সালের রণদামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই বিজেপি বিরোধীদলগুলি জোটের প্রসঙ্গে আলোচনা করতে শুরু করে দিয়েছে। বিহারের পাটনায় ইতিমধ্যেই বিরোধীদের হাইভোল্টেজ বৈঠক সম্পন্ন হয়েছে। এরপর বিরোধীদের পরবর্তী বৈঠক ছিল ১৩-১৪ জুলাই। তবে তা পিছিয়ে যায় বলে জানা যায়। পরে জানানো হয় যে এই বৈঠক ১৭-১৮ জুলাই নাগাদ হতে চলেছে। আর তা এবার হবে প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে।

সোমবার কংগ্রেসের (Congress) তরফে কেসি বেনুগোপাল বলে দেন, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক হবে ১৭ ও ১৮ জুলাই। কংগ্রেসের পক্ষ থেকে পাটনার বৈঠকে হাজির সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্গত, কেন্দ্রের তফে জানানো হয়েছে, ২০২৩ সালের সংসদের বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই। তার আগেই বিরোধী শিবির জোট আলোচনায় অংশ নিচ্ছে। যা জাতীয় রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Amit Malviya: রাহুল গান্ধীকে নিয়ে ‘বিতর্কিত’ ট্যুইট, বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে FIR

এই বৈঠকের আগে বাংলায় কংগ্রেস ও তৃণমূলের আসন ভাগের ভোট অঙ্ক ঘিরেও জল্পনা তুঙ্গে। সদ্যই এক সাংবাদিক সম্মেলনে লোকসভায় কংগ্রেসের সঙ্গে জোট গড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদিকে, সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট। সেখানে তৃণমূল ও কংগ্রেস সম্মুখ সমরে। এরপর এই জায়গা থেকে বাংলায় অধীর চৌধুরীর নেতৃত্বাধীন শিবির ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্যাম্প কোনপথে হাঁটে সেদিকে নজর সকলের।

অন্যদিকে, মহারাষ্ট্রের রাজনীতিতে খেলা ঘোরানোর লক্ষ্য নিয়ে এগিয়েছে এনসিপির বিদ্রোহী গোষ্ঠী। সেখানে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার যোগ দিয়েছেন এনডিএতে। সঙ্গে রয়েছেন ৯ বিধায়ক। এনসিপি হেভিওয়েট প্রফুল্ল প্যাটেলও এনডিএর দিকে। এই অবস্থায় মহারাষ্ট্রের নিরিখে জোট অঙ্ক কী হতে পারে, তা সকলের নজরে থাকবে। বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা বেণুগোপাল বলছেন,’ কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদী অভিযোগ তুলেছিলেন এনসিপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির। এবার তো সকলে দেখল মহারাষ্ট্র নিয়ে এই নাটক। ‘

আরও পড়ুন: Viral News: প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে খুন সন্তানকে, ‘দৃশ্যম’ দেখে দেহ লুকোলেন মা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest