Petrol,diesel prices: Fuel rates remain unchanged in major cities.Check latest rates

Petrol Diesel Price: অপরিশোধিত তেলের দামে পতন! কলকাতায় পেট্রল কত?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশগুলির জন্য দারুণ সুখবর। আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে কমেছে অপরিশোধিত তেলের দাম। একলাফে 7 শতাংশেরও বেশি পতন হল Crude Oil-এর দামে। যার জেরে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছে ব্যারেল প্রতি 113.1 ডলারে। শুক্রবার এই রেট ছিল 119 ডলার। নিঃসন্দেহে এই দামের মতো ভারতের জন্য স্বস্তির খবর। বিশেষ করে যে সরকারি তেল কোম্পানিগুলি বর্তমানে লোকসানে পেট্রোল ও ডিজেল বিক্রি করছে, তারা এরফলে হাঁফ ছেড়েছে।

তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price) বাড়লেও এদিনও ভারতের বাজারে জ্বালানির দাম রয়েছে স্থির।

আরও পড়ুন: জীবনদায়ী ওষুধের পর দ্বিগুণ দাম বাড়ল রক্তের, এক বোতল কিনতে কত খরচ হবে জানুন

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৯.২৭ টাকা, ডিজেল ৯৫.৮৪ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা

দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷ এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷

আরও পড়ুন: Agnipath: অগ্নিপথ আঁচে বাতিল দূরপাল্লার ট্রেন! স্টেশনে স্টেশনে বেড়েই চলেছে যাত্রী ভোগান্তি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest