Dubai ruler to give whopping Rs 5.5 crore to wife in divorce settlement

সাড়ে ৫ হাজার কোটির বিবাহ বিচ্ছেদ! আদালতের রায়ে অস্বস্তিতে দুবাইয়ের শেখ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজকের দিনে বিবাহ বিচ্ছেদ কোনও বড় ব্যাপার নয়। আর সেজন্য খোরপোশ দেওয়াও খুবই আম বিষয়। কিন্তু খোরপোষের টাকা যদি সাড়ে ৫ হাজার টাকা হয়, তাহলে খানিকটা চমক লাগে বৈকি ! দুবাইয়ের (Dubai) শাসক আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমকে ডিভোর্স বাবদ যে অঙ্কের টাকা দিতে বলল ব্রিটেনের (UK) এক আদালত, তা সত্য়িই চোখ কপালে তুলে দেওয়ার মতো! আদালত শেখকে নির্দেশ দিয়েছে তাঁর স্ত্রীকে সাড়ে ৫০০ মিলিয়ন পাউন্ড দিতে। ভারতীয় অঙ্কে টাকাটা ৫ হাজার ৫১০ কোটি টাকারও বেশি!

তবে এই অর্থের পুরোটাই তাঁর স্ত্রীর জন্য নয়। আদালতের নির্দেশ অনুযায়ী, এর মধ্যে ২৫১.৫ মিলিয়ন পাউন্ড তাঁর ষষ্ঠ স্ত্রী রাজকুমারী হায়াকে। বাকি অর্থ শেখের ১৪ বছরের কন্যা জলিলা ও ৯ বছরের পুত্র জায়েদের জন্য। আদালতের আরও নির্দেশ, দুই সন্তান যতদিন নাবালক, নাবালিকা থাকবে সেই সময়ে বার্ষিক ১১ মিলিয়ন পাউন্ডও দিতে হবে তাদের নিরাপত্তার জন্য। বাকি জীবনের জন্য বার্ষিক খরচ দিতে হবে শেখকে। আপাতত আগামী ৩ মাসের মধ্যে ৩৩৩ মিলিয়ন ডলার অগ্রিম হিসেবে জমা রাখতে বলা হয়েছে। এটাই হতে চলেছে ব্রিটিশ ইতিহাসের অন্যতম দামি বিবাহ বিচ্ছেদের খোরপোশের অঙ্ক। যা নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে।

৪৭ বছরের রাজকুমারী ২০১৯ সালে দুবাই থেকে পালিয়ে ব্রিটেনে চলে আসেন এবং ব্রিটিশ আদালতের দ্বারস্থ হন। নিজের ও দুই সন্তানের নিরাপত্তার আরজি জানিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, স্বামী শেখ মোহাম্মদ বিন রশিদ তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছেন। তাঁদের দুই সন্তানকে ফেরত পাঠাতে নির্দেশও দিয়েছেন তিনি।আগেই ব্রিটেনের এক পারিবারিক আদালতে বেকায়দায় পড়েছিলেন শেখ। বিচারক রায় দিয়ে জানিয়েছিলেন আইনি লড়াইয়ের মধ্যেই রাজকুমারী হায়ার ফোন হ্যাক করতে চেয়েছিলেন শেখ। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন দুবাই শাসক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest