Mamata Banerjee accused the CBI of attacking the municipal investigation case to cover up the railway accident

Mamata Banerjee : ওড়িশার ট্রেন দুর্ঘটনাকে ধামাচাপা দিতেই পুরসভায় CBI অভিযান, অভিযোগ মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওড়িশার রেল দুর্ঘটনাকে ধামাচাপা দিতেই পশ্চিমবঙ্গে পুর নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান চালাচ্ছে সিবিআই। এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবারের মঞ্চ থেকে তিনি বলেন, এত বড় দুর্ঘটনা। কী করে ধামা চাপা দেওয়া যায় সেই চেষ্টা চলছে। তাঁর প্রশ্ন, সিবিআই কী করবে? এরপরেই কেন্দ্রকে বিঁধে তাঁর কটাক্ষ, ‘পুলওয়ামা দেখেননি? রাজ্যপাল কী বলেছে…আজকেও ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য দুর্ঘটনার তদন্ত হল না। সব সাফ হয়ে গেল।’

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা সত্যপাল মালিকের অভিযোগ, পুলওয়ামা কাণ্ডের পরে তাঁকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র একটি বক্তব্য তুলে ধরেছিলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে প্রচারে বেরিয়ে মোদী ভোট চেয়েছিলেন শহিদদের নামে। সত্যপালের দাবি ছিল, বোধ হয় এই জন্যই তাঁকে চুপ করে থাকতে বলা হয়েছিল।

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের মঞ্চ থেকে মমতা দাবি করেন, ওড়িশার রেল দুর্ঘটনার বিষয়টি ধামাচাপা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম যে বলব না। বাধ্য করেছে পরিস্থিতি আমায়। এত বড় একটা দুর্ঘটনা, সেটাকে কীভাবে ধামাচাপা দেওয়া যায়, সেটার প্রচেষ্টা চলছে। যে পরিজনরা সব হারিয়েছেন, তাঁরা এদের কাছে কৈফিয়ৎ চান। সত্য তথ্য বেরোক। কেন দুর্ঘটনা হল? কেন এতজন মারা গেলেন? বিংশ শতাব্দীর (একবিংশ শতাব্দী) সবথেকে বড় দুর্ঘটনা।’

তাঁর কটাক্ষ, ‘রেলের তদন্ত না করে সকাল থেকে সিবিআই-কে পাঠিয়ে দেওয়া হয়েছে ১৪ থেকে ১৬টা পুরসভায়। পুরসভায় ঢুকে গিয়েছে, নগরোন্নয়নেও ঢুকে গিয়েছে। এবার বাথরুমেও ঢুকবে? ওয়াশরুমেও ঢুকবে? জিজ্ঞেস করুন। ওটাই বাকি আছে।’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest