Park Circus Firing update with the cctv footage

Park Circus Firing : পার্ক সার্কাস-কাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, কেন রিমাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পার্ক সার্কাসে বাংলাদেশ হাইকমিশনের কাছে কলকাতা পুলিসের এক কর্মীর বেপরোয়া গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল পুলিসের হাতে। ওই ঘটনায় নিহত হয়েছেন রিমা সিং নামে এক মহিলা। আহত হন মহম্মদ বসির আলম নোমানি নামে এক ব্যক্তি। সেই বসিরকে জেরা করে মিলল গুরুত্বপূর্ণ তথ্য।

প্রকাশ্যে এল ঘটনার সিসিটিভি ফুটেজ। কী ভাবে ওই এলাকায় শুক্রবার দুপুরে গুলি চলেছিল, সেই দৃশ্যই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর পঞ্চম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন কালিম্পঙের বাসিন্দা চোডুপ লেপচা। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ কাঁধে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে আউটপোস্ট থেকে বেরোন চোডুপ।

আরও পড়ুন: পরেশকন্যা অঙ্কিতার নাম লিস্টে! ইন্টারভিউ স্থগিত কলেজ সার্ভিস কমিশনের

তার পরই লোয়ার রেঞ্জ রোড ধরে হাঁটতে থাকেন। হঠাৎই কাঁধের রাইফেল নামিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন চোডুপ। সেই গুলিই বাইকে বসা মহিলার মাথা ফুঁড়ে বেড়িয়ে যায়। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। জখম হন বাইক চালকও। এরপর নিজের গলাতেই রাইফেলের নল ঠেকিয়ে গুলি করেন লেপচা। সেখানেই তাঁর মৃত্যু হয়। মহানগরীর বুকে এই ঘটনায় শোরগোল পড়ে যায়।

চোডুপ সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন বলে পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে। ২০২১ সালে তিনি চাকরিতে নিযুক্ত হন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: পার্ক সার্কাসে পুলিশকর্মীর গুলিতে মৃত্যু হাওড়ার দাসনগরের রিমা সিংহের, আজই ছিল পাকা দেখা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest