Louis Vuitton human legs illusion boot went viral

Louis Vuitton: দেখে মনে হবে মোজা পরা পা, লুই ভিতোঁ’র এই জুতোর দাম জানেন?

জুতো নয় যেন মজা পরা পা। বানিয়েছে ‘লুই ভিঁতো’।ফ্যাশন দুনিয়ায় তারা বিশ্বজোড়া নাম। পোশাক থেকে শুরু করে ব্যাগ, বেল্ট–সবখানেই ‘লুই ভিঁতো’ নিজের ভিন্ন পরিচয় তুলে ধরে।এই স্টাইলই তাদের পরিচয়। এবার তাদের মজা পরা পা এর মত দেখতে জোটের ছবি ছড়িয়ে সোশ্যাল সাইটে।ভারতীয় মুদ্রায় এই জুতোর দাম চ্যানেলে অবশ্য কপালে উঠবে চোখ। তারপর সেই চোখ নামতে কত সময় নেবে তা বলা মুশকিল। ওই জুতোজোড়ার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা। এই ‘ইলিউশন অ্যাঙ্কল বুট’-এর ছবিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

শীতে পায়ের অবাঞ্ছিত রোম তোলা বেশ কষ্টের। তাই খুব প্রয়োজন না পড়লে ওয়াক্স করেন না অনেকেই। আবার, শুষ্ক আবহাওয়া, আর্দ্রতার অভাবে চামড়া কুঁচকে যায়। তাই চাইলেও হাঁটু ঝুলের স্কার্ট কিংবা ড্রেস পরতে পারেন না অনেকে। তবে চিন্তার কোনও কারণ নেই। যদি কারও সংগ্রহে ‘ইলিউশন অ্যাঙ্কল বুট’ থাকে, তা হলে এমন সমস্যা এড়িয়ে যাওয়া যাবে বলে মত নেটাগরিকদের একাংশের।

এই জুতো দেখতে অনেকটা বর্ষায় পরার গামবুটের মতো। তবে জুতোর ধরন স্টিলেটো, হিল তোলা কালো রঙের। সঙ্গে রয়েছে সাদা মোজাও। মোজার উপর থেকে হাঁটু পর্যন্ত যে অংশটুকু দেখা যাবে, তার সঙ্গে এক ঝলক দেখে মানুষের পায়ের তফাত করা মুশকিল। দু’টি রঙের তৈরি হয়েছে এই ‘পা-জুতো’,