স্তনের বোঁটায় কয়েকটি সাধারণ সমস্যা, যা একেবারেই অবহেলা করা উচিত নয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্তনের অসুখগুলো প্রায় কমন হয়। একটা অসুখ নিয়ে রোগীরা প্রায় ডাক্তারের কাছে আসেন। তা হলো নিপলের (বোটা) ভেতর দিয়ে জল বের হওয়া। সেই রসটা হতে পারে জলের মতো, অনেক ক্ষেত্রে সেটা পুঁজের মতো হতে পারে, সেটা রক্তও হতে পারে। আবার কখনো কখনো সেটা দুধ হতে পারে।

স্তনে বোটা থেকে যেকোনো ধরনের নিঃসরণের ক্ষেত্রে প্রথমেই ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়াটা ভালো। তবে সব সময় তা ভয়ের থাকে না। যেমন মিল্ক ডিসচার্য হতে পারে। যারা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন বা যাদের বেবী হতে পারে তাদের ক্ষেত্রে দুধ নিঃসরণ হওয়া স্বাভাবিক। কিন্তু এগুলো ছাড়াও অনেকের মিল্ক ডিসচার্য হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন: বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা, নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি পৌঁছালেন মিহির গোস্বামী

হরমোনের লেভেল পরিবর্তন হওয়ার জন্যও এসব ডিসটার্য হয়। যদি পুঁজ ডিসচার্য হয়, তাহলে বুঝতে হবে কোন এক জায়গায় ইনফেকশন আছে।তাই কী কারণে পুঁজটা বের হচ্ছে তা দেখা উচিত। সমস্যাটা শনাক্ত করে এন্টিবায়োটিক দিলে রোগীরা সাধারণত ভাল হয়ে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিসটার্য সেটা হলো জলের মত তরল ডিসচার্য হওয়া বা রক্ত ডিসচার্য হওয়া।

এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার। সেটা হলো এই যে নিঃসরনটা কী নিজে নিজে হচ্ছে? নাকি চাপ দিলে বের হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কয়টা ছিদ্র দিয়ে এটা বের হচ্ছে।যদি একটা ছিদ্র দিয়ে বের হয়, নিজে নিজে বের হয়ে আসে, সেটা যদি জলের মতো হয় অথবা রক্তের মতো হয়- তাহলে অবশ্যই আপনাকে সঙ্গে সঙ্গে একজন সার্জারী চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।কারণ, এসব ক্ষেত্রে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: বাংলার বিলুপ্তপ্রায় প্রজাতির ‘ভদ্রলোক’ চেনার কয়েকটি সহজ পদ্ধতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest