‘পরীক্ষা নেওয়ার পরিস্থিতি নেই’, NEET ও JEE পিছিয়ে দেওয়ার আবেদন মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে UGC’র গাইডলাইনের বিরোধিতার পর এবার NEET ও JEET নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথে পশ্চিমবঙ্গ সরকার। আজ টুইট করে সেপ্টেম্বরে NEET এবং জয়েন্ট পিছিয়ে দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উদ্দেশে তিনি লিখলেন, পরিস্থিতি এখনও পরীক্ষা নেওয়ার মতো যথাযথ নয়। পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি অগ্রগণ্য। তা মাথায় রেখে যেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।

সোমবার সকালে টুইটারবার্তায় মমতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে আমাদের শেষ ভিডিয়ো কনফারেন্সে ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে বিশ্ববিদ্যালয় বা কলেজের চূড়ান্ত টার্মের পরীক্ষা নিয়ে ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) নির্দেশিকার বিরুদ্ধে কথা বলেছিলাম। যা পড়ুয়াদের জীবনকে বড়সড় বিপদের মুখে ঠেলে দেবে।’

আরও পড়ুন : শুরু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল বৈঠক, সনিয়ার ইস্তফা ? নয়া সভাপতি তবে কে ?

জুলাইয়ের শেষে NEET এবং JEE হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান পড়ুয়ারাই। তা বিবেচনা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ইঞ্জিনিয়ারিংয়ের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা JEE-এর মেন পরীক্ষা হবে ১-৬ সেপ্টেম্বরের মধ্যে। আর JEE advance-এর পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর।

ডাক্তারিতে ভরতির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET হবে ১৩ সেপ্টেম্বর। কিন্তু সেপ্টেম্বরেও সেই পরীক্ষা পিছনোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিভাবকদের একাংশ।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, নিট এবং জেইই মেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না। সেই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্জি জানানো হচ্ছে। তারই রেশ ধরে মমতা বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে নিট ও জেইই ২০২০ আয়োজন নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকার প্রেক্ষিতে ঝুঁকির বিষয়টি মূল্যায়ন করে দেখা এবং পরিস্থিতি সহায়ক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার জন্য কেন্দ্রের কাছে আবারও আবেদন জানাচ্ছি। সব পড়ুয়াদের জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।’

গত ১৭ অগস্ট নিট ও জেইই মেনের উপর স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দেয়, করোনাভাইরাস পরিস্থিতি সত্ত্বেও ‘জীবন চলতে হবে’ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সিদ্ধান্তে হস্তক্ষেপ করে পড়ুয়াদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে না আদালত। তিন সদস্যের বেঞ্চ বলে, ‘পড়ুয়াদের কেরিয়ার বিপদের মধ্যে ফেলা যায় না। আমরা এই পিটিশনে কোনও ভিত্তি খুঁজে পাচ্ছি না। পিটিশন খারিজ করে দেওয়া হল।’

আরও পড়ুন : ব্যর্থ নেইমারদের লড়াই, ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিতল বায়ার্ন

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest