মোদীর প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন পি কে সিন্‌হা, কারণ ঘিরে উঠছে প্রশ্ন

মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মিশ্রের।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রধান উপদেষ্টা পি কে সিনহা (P K Sinha)৷ ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন বলে খবর৷ যদিও মোদীর আস্থাভাজন এই আমলার আচমকা পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে৷  প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত বলেই সাউথ ব্লকে পরিচিত ছিলেন তিনি। আচমকা তাঁর পদত্যাগ অনেকেরই কপালে ভাঁজ ফেলছে।

ক্যাবিনেট সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলানোর পর গত ১৮ মাস ধরে প্রধানমন্ত্রী মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছিলেন পি কে সিনহা৷ পি কে সিনহাকে জায়গা করে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদটি ২০১৯ সালে তৈরি করা হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন দায়িত্বে থাকবেন, ততদিনই মুখ্য উপদেষ্টা হিসেবে এই পদে পি কে সিনহা থাকবেন বলেই তাঁর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল৷

দিল্লির অন্যতম অভিজ্ঞ আমলা পি কে সিনহা ক্যাবিনেট সচিব হিসেবে সবথেকে বেশি সময় দায়িত্ব সামলেছেন৷ চার বছর ওই পদে ছিলেন তিনি৷ যার মধ্যে তিন বার তাঁর ক্যাবিনেট সচিব হিসেবে তাঁর মেয়াদ বাড়ানো হয়৷ ১৯৭৭ সালের ব্যাচের এই আইএএস উত্তর প্রদেশ ক্যাডারের অফিসার ছিলেন৷

আরও পড়ুন: মমতা-বক্তব্য নিয়ে আপত্তি কংগ্রেসের, লোকসভার নেতার পদ থেকে অধীরকে অব্যাহতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথম বার প্রধানমন্ত্রী হন, তখন পি কে সিনহা ক্যাবিনেট সচিব ছিলেন৷ ২০১৯ সালে যখন মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তার পর পি কে সিনহাকে প্রধানমন্ত্রীর অফিসে অফিসার অন স্পেশ্যাল ডিউটি হিসেবে নিয়োগ করা হয়৷ তবে বিশেষ একটি পদ তৈরি করা হলেও পি কে সিনহাকে আলাদা করে কোনও পদমর্যাদা দেওয়া হয়নি৷ যেমন অজিত ডোভাল বা পি কে মিশ্রের মতো অফিসারকে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল পদমর্যাদা দেওয়া হয়েছে৷

ইউপিএ আমলেও তিন জন কেন্দ্রীয় মন্ত্রীর সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন পি কে সিনহা৷ নরেন্দ্র মোদির জমানায় পিএমও-তে সমস্ত মন্ত্রক এবং দফতরের নীতি সংক্রান্ত বিষয়গুলি দেখতেন পি কে সিনহা৷ পি কে মিশ্র বা অজিত ডোভাল যে বিষয়গুলি দেখতেন না, সেই সমস্ত ফাইলও দেখতেন পি কে সিনহাই৷ মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মিশ্রের।

আরও পড়ুন: সেনায় নিয়োগে বড় দুর্নীতি, অভিযুক্ত ৭ শীর্ষ আধিকারিক-সহ ২৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest