অযোধ্যা রামমন্দিরের ভূমিপুজোর পুরোহিত ও ১৬ পুলিসকর্মী করোনা আক্রান্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা আক্রান্ত হলেন অযোধ্যা রামমন্দিরের পুরোহিত। সেই সঙ্গে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে রামমন্দিরে কর্মরত ১৬ জন পুলিসকর্মীর। আর কয়েকদিন বাদেই অযোধ্যয় রাম মন্দিরের ভূমিপুজো হওয়ার কথা। উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই আপাতত অস্থায়ী মন্দিরের যে পাঁচ পুরোহিত আছেন, তার মধ্যে একজনের করোনা ধরা পড়েছে। চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন পুলিশকর্মীও কোভিড পজিটিভ।

অযোধ্যা রামমন্দিরের প্রধান পুরোহিতের সহকারী প্রদীপ দাসের করোনা টেস্টের রিপোর্ট বৃহস্পতিবার পজিটিভ আসে। জ্বর-সর্দি থাকায় এর আগেই তাঁকে আইসোলেশনে থাকতে বলা হয়েছিল। একইভাবে আইসোলেশনে পাঠানো হয়েছে আক্রান্ত ১৬ জন পুলিসকর্মীকে।

আগামী পাঁচ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত রাখবেন প্রধানমন্ত্রী মোদী সহ অনেক বিশিষ্ট ব্যক্তি। আমন্ত্রণ করা হয়েছে মুকেশ আম্বানি, গৌতম আদানি সহ প্রথম সারির শিল্পপতিদের। থাকবেন ধর্মীয় গুরুরা। সব মিলিয়ে ২৫০ জনের এই অনুষ্ঠানে উপস্থিতি থাকার কথা। কিন্তু তার আগেই ঘটল বিপত্তি।

আরও পড়ুন : শিক্ষার আলো জ্বললেও,মুসলিম পরিচালিত বহু প্রতিষ্ঠানে সবথেকে অবহেলিত মুসলিমরাই!

ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি চলছে রামমন্দির চত্বরে। প্রধানমন্ত্রীর জন্য মন্দিরের ৩ কিলোমিটার দূরে বানানো হয়েছে হেলিপ্যাড। সেখানেই চপারে করে এসে নামবেন প্রধানমন্ত্রী। তারপর সড়কপথে যাবেন মন্দিরে। সে কারণে রাতারাতি চওড়া করা হয়েছে সম্পূর্ণ ৩ কিলোমিটার রাস্তাটিও। রাস্তার ধারে পাঁচিলে আঁকা হয়েছে বিভিন্ন ছবি।মন্দির ট্রাস্ট জানায়, মন্দিরের সঙ্গে জড়িত সমস্ত বিজেপি নেতৃত্বকে আমন্ত্রণ করা হয়েছে। তালিকায় আছেন লালকৃষ্ণ আদবাণী, মুরালি মনোহর জোশীর মতো বড় নামও।

চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তারা ঠিক করেছে পুরো ক্যাম্পাসটি প্রতিদিন তারা স্যানিটাইজ করবেন। বর্তমান ট্রাস্টের চেয়ারম্যান নৃত্যগোপাল দাসের পর যিনি প্রধান হবেন, সেই মহন্ত কমল নয়ন দাস বলেছেন যে চিন্তার কিছু নেই। একজন সেবায়েতের করোনা পজিটিভ বেরিয়েছে। পুরো চত্বরটি রোজ স্যানিটাইজ করা হবে।

আরও পড়ুন : Friendship Day 2020: বন্ধুত্ব হোক আরও দৃঢ়, জেনে নিন দিনটি সম্পর্কে অজানা নানা তথ্য…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest