Sandhi Puja Date And Time, Significance During Durga Puja

Sandhi Puja: ৪৮ মিনিটের মধ্যেই সারতে হবে সন্ধিপুজো!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সন্ধিপুজো হল দুর্গাপুজোর সবচেয়ে উল্লেখযোগ্য একটি অধ্যায় বা পর্ব। মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণেই বিশেষ আচার মেনে পালিত হয় এই গুরুত্বপূর্ণ শুভক্ষণ। দুর্গাপুজোর নিয়ম অনুসারে, অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও মহানবমী তিথির প্রথম ২৪ মিনিট নিয়ে মো ৪৮ মিনিটের মধ্যে এই পুজো পালিত হয়। মহাষ্টমীর সকালে অঞ্জলি না দিলেও সন্ধিপুজো অঞ্জলি ও পুজো করা অপরিহার্য। সন্ধি কথার অর্থ হল মিলন। মনে করা হয়, সন্ধিপুজোয় যোগ দিলে সারা বছর দুর্গাপুজো না করেও সেই ফল পাওয়া সম্ভব।

এ বছর সন্ধিপুজো ?

মহাষ্টমীর দিনে ৪ই কার্তিক ,১৪৩০ বঙ্গাব্দে, রবিবার অর্থাত্‍ ২২ অক্টোবর।

সন্ধিপুজোর পূর্ণাঙ্গ সময়: সন্ধ্যে ৭টা ৩৮ মিনিট থেকে ৮টা ২২ মিনিটের মধ্যে।

সন্ধিপুজোয় ১০৮টি পদ্মফুল ও ১০৮টি প্রদীপ না নিবেদন করা পর্যন্ত দুর্গাপুজো সম্পূর্ণ হয় না। সন্ধিপুজোর সঙ্গে নানা রীতি ও আচার। এই সন্ধিপুজোর সময় কেউ কেউ উপবাস রাখেন, আবার কেউ কেউ সারাদিন উপোস রেখে সন্ধিব্রত পালন করে থাকেন। মনে করা হয় এই সময় সেই ভক্ত মৃত্যু ও দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, জীবনের সায়াহ্নেও যম তাঁকে স্পর্শ করতে পারবেন না। মনে করা হয়, সারা বছর দুর্গার আরাধনা না করলেও এই সন্ধিপুজোয় উপোস রেখে পুজো ও অঞ্জলি দিলে, ভক্তি ভরে সন্ধিপুজোয় যোগ দিলে কখনও বিফলে যাবে না। সংসারে আসে মঙ্গলের জোয়াড়। এদিন দেবীর নাম ও মন্ত্র উচ্চারণ করলে দারুণ ফল পেতে পারেন।

মহাসন্ধিপুজোয় দেবী মহামায়াকে ষোলোপচার নিবেদন করে পুজো করা হয়। আগে পশুবলির মাধ্যমে পুজোর আয়োজন করা হত। বর্তমানে, বলিপ্রথা নিষিদ্ধ হওয়ায় মাংস ও রক্ত ও মদ নিবেদন কর দেবীকে আরাধনা করা হয়। এছাড়া এই সময় ১০৮ টি পদ্ম ও ১০৮টি মাটির প্রদীপ ও নিবেদন করা হয়। সন্ধিপুজোয় এই পদ্ম ও প্রদীপ অন্য মাত্রা প্রদান করে। পদ্ম হল ভক্তির প্রতীক। আর প্রদীপ হল জ্ঞানের প্রতীক। পৌরাণিত কাহিনি মতে, চণ্ড ও মুণ্ড হল মানুষের মনের নিকৃষ্ট প্রবৃত্তির প্রতীক। যে প্রবৃত্তি ভোগ, কাম, ত্যাগের প্রতীক। যদি কোনও ব্যক্তি মোক্ষলাভের আশায় দেবীর বন্দনা করেন, তখন তাঁকে এই তিন প্রবৃত্তিকে দূরে সরিয়ে রেখে দেবী চণ্ডীর পুজো করতে সক্ষম হবেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest