Saraswati Puja 2023: Are you wearing yellow clothes? Do you know why not wear other colors?

Saraswati Puja 2023: হলুদ পোশাকই পরেছেন তো? কেন অন্য রঙ পরতে নেই জানেন?

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী (Vasant Panchami 2023) তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো (Saraswati Puja 2023) উদযাপিত হয়। এই দিনে মা সরস্বতীর বিশেষ পুজো করা হয়। যেহেতু সরস্বতীকে জ্ঞানের দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে, তাই স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই উৎসবের সাড়ম্বরে আয়োজন করা হয়। মা সরস্বতীর আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি শিক্ষার্থীদের কাছে খুবই বিশেষ। বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পুজো করা হয় এবং তাঁকে হলুদ ফুল নিবেদন করা হয়। এছাড়াও এই দিনে হলুদ রঙের পোশাকও পরা হয়, কারণ ওই দিন এটি করা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়।

হলুদ পোশাক পরার কারণ
হলুদ রঙ ইতিবাচকতা, নয়া রশ্মি এবং নতুন শক্তির প্রতীক। এর পাশাপাশি হলুদ মা সরস্বতীর প্রিয় রং, তাই বসন্ত পঞ্চমীতে হলুদ কাপড় পরা খুবই শুভ বলে মনে করা হয়। এমনটা করলে মা সরস্বতী খুবই প্রসন্ন হন। যদিও মা সরস্বতী সাদা রংও পছন্দ করেন এবং তিনি নিজেও সাদা শাড়ি পরেন। বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর আরাধনা করার সময় তারঁ আসনেও একটি হলুদ রঙের কাপড় বিছিয়ে রাখা উচিত। এছাড়া হলুদ রঙের ফুলও তাঁকে নিবেদন করতে হয়। এর পাশাপাশি তাঁকে দিতে হয় বোঁদের লাড্ডু বা বেসনের লাড্ডু। দেবীকে নিবেদনের পর সেই প্রসাদ নিজের গ্রহণ করা উচিত ও সবাইকে বিতরণ করা উচিত।

আরও পড়ুন: Makar Sankranti 2023: মকর সংক্রান্তিতে ঘুড়ি কেন ওড়ানো হয়? জানুন অজানা তথ্য

সরস্বতী পুজোর দিন ভুলেও এই কাজগুলি করবেন না

  • এদিন স্নান না করে কিছু খাবেন না। এবং স্নানের পরে দেবী সরস্বতীর পুজো করে তবেই কিছু গ্রহণ করুন।
  • সরস্বতী পুজোর দিনে সম্পূর্ণ নিরামিষ খান। মাংস বা মাছ বা অন্য আমিষ খাদ্য বা নেশাদ্রব্য (যেমন, সুরা) ইত্যাদি গ্রহণ করবেন না।
  • বসন্ত পঞ্চমী বসন্তের আগমনকে চিহ্নিত করে। এদিন তাই গাছের যত্ন নেওয়া উচিত। বসন্তের আগমনকে সফল করে তুলতে গাছ কাটবেন না।

আরও পড়ুন: Basant Panchami 2023: পরীক্ষায় নম্বর বাড়াতে সরস্বতী পুজোয় করুন হলুদ রঙের এই টোটকা