Saraswati Puja 2023: Date, Timings, Auspicious Yog To Perform Puja

Saraswati Puja 2023: কবে সরস্বতী পুজো? জানুন দিনক্ষণ, পঞ্চমী তিথি ও বাগদেবীর মন্ত্র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী (Vasant Panchami) বা সরস্বতী পুজো  (Saraswati Puja 2023)হয়।

হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন। তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসের পঞ্চমীতে, বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। পুরাণ মতে, এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। জানুন ২০২৩ সালের সরস্বতী পুজো কবে পড়েছে এবং পঞ্চমী তিথি কখন।

সরস্বতী পুজো ২০২৩-এর তারিখ 

২০২৩ সালের  সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি এবং বাংলায় ১১ মাঘ, বৃহস্পতিবার ।

সরস্বতী পুজো ২০২৩-এর পঞ্চমী তিথি

২৫ জানুয়ারি রাত ৬/২০/১১ থেকে ২৬ জানুয়ারি  বিকেল ৪/৩৮/৫৩ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।

আরও পড়ুন: Lakshmi: এই ফুলগাছ বাড়িতে লাগালে আকৃষ্ট হবেন লক্ষ্মী

সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র

ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।

নমঃ সরস্বত্যৈ নমো নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ- বেদাঙ্গ- বেদান্ত- বিদ্যাস্থানেভ্য এব চ।। এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।।- এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে।

সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র

নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচরসারে,  কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।

আরও পড়ুন: Makar Sankranti 2023: মকর সংক্রান্তিতে ঘুড়ি কেন ওড়ানো হয়? জানুন অজানা তথ্য

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest